|| স্বপ্ন শৈশব ||
এই লেখাটি ইতিমধ্যে 1437বার পড়া হয়েছে।
আমার আজো ইচ্ছে করে মামার বাড়ি যেতে,
‘চাওয়াই’ নদীর ধারে বসে চড়ুইভাতি খেতে ।
দুরন্ত সেই কিশোর বেলায়
গোল্লাছুট আর নাটাই খেলায়
পঞ্চবটির নাগর দোলায়
সুখের পরশ পেতে-
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।
সড়ক পথে পাড়ার বাঁকে ছোট্ট আলপথ,
বাঁশ বনের ছায়ায় দোলে স্বপ্নের শৈশব ।
দীঘল ক্ষেতে আখের সারি,
ফাঁকে রোদের লুকোচুরি
কোন খেয়ালে মোষের গাড়ি-
হাওয়ায় উঠে মেতে,
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।
কচুবন আর কাজলদীঘি কঞ্চিবাঁশের বেড়া,
পাটপঁচা গন্ধমাখা পানা সবুজ ঘেরা ।
পুঁই মাচা আর লাউলতা
কুঁড়ে ঘরে ছনপাতা
ডালিম ফুলের সেই মমতা
ডাকছে উঠানেতে-
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।।
———-
১,৪৭৫ বার পড়া হয়েছে
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় ।
#চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় ।
# প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) ।
# প্রিয় ব্যক্তি : মা-বাবা ।
# যা আশ্চয্য করে : পবিত্র কোরআন,
বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি ।
#দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
স্বপ্নের শৈশব আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে।সুন্দর ছন্দময় ভাবময় স্মৃতি নাড়া দেওয়া একটি লেখা।কবিকে ধন্যবাদ না জানিয়ে পারছি না।
আসলেই শৈশব স্মৃতি নাড়া দেওয়ার মত । ভাল লাগল কবি ……
আমার আজো ইচ্ছে করে মামার বাড়ি যেতে,
‘চাওয়াই’ নদীর ধারে বসে চড়ুইভাতি খেতে ।
দুরন্ত সেই কিশোর বেলায়
গোল্লাছুট আর নাটাই খেলায়
পঞ্চবটির নাগর দোলায়
সুখের পরশ পেতে-
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।
ভাল লাগল কবি ধন্যবাদ
শৈশব স্মৃতিগাঁথা কথামালা ভাল লাগল ।
বেশ ভাল হয়েছে।
আপনাদের মুল্যবান মতামত আমার লেখার মানষিকতাকে আরো ধারালো করবে ৷
সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ শুভকামনা রইল ৷
আমার আজো ইচ্ছে করে মামার বাড়ি যেতে,
‘চাওয়াই’ নদীর ধারে বসে চড়ুইভাতি খেতে ।
দুরন্ত সেই কিশোর বেলায়
গোল্লাছুট আর নাটাই খেলায়
পঞ্চবটির নাগর দোলায়
সুখের পরশ পেতে-
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।
আমারও ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে । চমৎকার লিখেছেন ভাই । ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।
শৈশব স্মৃতি অনেক ভাল লাগল