Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বপ্ন

লিখেছেন: Crown. | তারিখ: ০২/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1117বার পড়া হয়েছে।

যখন বসে থাকি একা
শুরু হয় আমার স্বপ্ন দেখা !
নিত্য প্রতিদিন দেখি নতুন স্বপ্ন
প্রতিটি স্বপ্ন থাকে ভিন্ন ভিন্ন !
স্বপ্ন গুলো মনে হয় যেন চেনা
তবুও স্বপ্ন দেখার সাধ মিটেনা !
আমার স্বপ্ন গুলো কেমন যেন এলোমেলো
দেখে মনে হয় এই আসল এই গেল !
নিজেকে সাজাই স্বপ্নে মনের মত করে
স্বপ্ন দেখি বসে ঘণ্টার পর ঘণ্টা ধরে !
আমার স্বপ্নে নাই দুঃখ, বেদনা , ক্লেশ.
যত পারি তত দেখি নাই তার শেষ !

১,০৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি ভারতীয় তাই ভারতীয় আদর্শে বিশ্বাসী । ভারত আমার জন্মভূমি তাই এদেশকে সবচেয়ে বেশী ভালবাসি । সারি জাহা সে আচ্ছা ভারত হামারা ।
সর্বমোট পোস্ট: ৪৬ টি
সর্বমোট মন্তব্য: ২৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-১৪ ০৪:৪১:০৭ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর
  খুব ভাল লাগল ।

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ক্রাউন ভাই, প্রতিটি মানুষই স্বপ্ন দেখে এবং এই স্বপ্নের মাধমেই মানুষ বেঁচে থেকে, স্বপ্ন শেষ হয়ে গেলে মানুষ বেঁচে থাকতে পারেনা।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কবিতা ভাল লাগল ক্রাউন ভাই। ভাল থাকুন।

 4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বাহ্ – সুন্দর স্বপ্ন তো! এমন স্বপ্ন দেখাই ভাল।
  তবে, স্বপ্নে আশা থাকতে হবে বকি!
  ভাল থাকুন, শুভেচ্ছা নিন।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো

  সো ,,,,,,,,,,,,,কবি বুলবুল ভাইয়রে সাথে সহমত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top