Today 16 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বরচিত একটি গান

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1165বার পড়া হয়েছে।

মন থেকে মুছে ফেলো
মোর দেয়া যত বেদন ,
শুভ সময় ফুরিয়ে গেল
আসিল যে বিদায়ক্ষণ ।।
ক্ষণিকের তরে পাশে ছিলাম
শত ব্যথা তোমায় দিলাম ,
আমার থেকে ভাল সাথী
পাবে কত দিবা রাতি ,
আমার কথা ভুলে গিয়ে
তারে তুমি করো আপন , ঐ….।।
ছেড়ে যেতে আমি না চাই
তোমাতে থাকার ভরসা না পাই ,
মিথ্যে আশা সুখের নেশায়
এত দিনে বুঝেছি হায় ।
আমি তোমার নই আপন , ঐ …।।

১,২৩৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১৯ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  মন থেকে মুছে ফেলো
  মোর দেয়া যত বেদন ,
  শুভ সময় ফুরিয়ে গেল
  আসিল যে বিদায়ক্ষণ ।।
  আহা আহা কি হল হঠাৎ করে।
  গানটা তো হয়েছে ভাল।

 2. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  ছেড়ে যেতে আমি না চাই
  তোমাতে থাকার ভরসা না পাই ,
  মিথ্যে আশা সুখের নেশায়
  এত দিনে বুঝেছি হায় ।
  ……………
  ভাল লাগল। শুভ কামনা।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  শান্ত ভাই এ মাসে আমি শান্ত হয়ে আপনাদের পোষ্টগুলো পড়ছি। নতুনদেরকে সুযোগ করে দিলাম অবাধে লিখার জন্য। আপনার গান ভাল লাগল। এগিয়ে যান।

 4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা…গানটা শুনতে পারলে ভালো লাগতো….

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  গানটি ভাল লাগল । সুর সহকারে শুনতে পারলে ভাল লাগত । শুভ কামনা ।

 6. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  সুরটা করে নেন। আমারে রবীন্দ্র সংগীতের সুরে গাইতে দিলে পারবো। হেঁটে যান কবি থেকে গীতিকারের পথে।

 7. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভালবাসার–প্রেম বিরহের সুর ধরা পড়েছে গানে–ভাল লেগেছে বেশ।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুর শুনতে পেলে আরো ভাল লাগত । খুব সুন্দর হইছে শান্ত ভাই

 9. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  মন থেকে মুছে ফেলো আমাৱ দেয়া কবিতা শত

 10. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো শুভেচ্ছা ৱইলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top