Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বর্নালী রূপকথা

লিখেছেন: শাহানারা রশিদ ঝর্ণা | তারিখ: ২৫/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1007বার পড়া হয়েছে।

কান্না হাসি দুঃখ ও সুখ এক নিয়মে চলে
চাঁদের সাথে ফুল জোনাকি নিত্য কথা বলে
ছবির মতো আকাশ ভাসে স্বচ্ছ নদীর জলে
হাসি মুখে সময় পেরোই কতো যে কৌশলে
শীতল পাটি বিছিয়ে ডাকে ফুল ফাগুনের বেলা
সবুজ বনে ঘাসের মাঠে ফড়িং করে খেলা
মধুর সুরে কোকিল ডাকে উতল হাওয়ায় দুলি,
রঙিন কাঁথায় নকশা এঁকে কাটে যে দিনগুলি
পলাশ ফোটার আনন্দেতে কচি পাতা দোলে
ভ্রমরা গায় গায় গুনগুনিয়ে সজনে আমের বোলে
শঙ্খ চিলের ধূসর ডানায় বাসন্তী রং ভাসে
ছুটে চলি দূর অসীমে সুখ খুঁজি চার পাশে
দখিনাতে দোদুল দোলে সবুজ লতা পাতা
স্বপ্নগুলো তাই হয়ে যায় স্বর্নালী রুপ কথা।

১,০৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪১ টি
সর্বমোট মন্তব্য: ১৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-৩০ ০৬:৫৯:২০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  বাহ শাহানারা আপনিতো চমৎকার কবিতা লিখেছেন।প্রথম প্যারাটা খুব ভাল লাগল।

  কান্না হাসি দুঃখ ও সুখ এক নিয়মে চলে
  চাঁদের সাথে ফুল জোনাকি নিত্য কথা বলে
  ছবির মতো আকাশ ভাসে স্বচ্ছ নদীর জলে
  হাসি মুখে সময় পেরোই কতো যে কৌশলে
  অনেক অনেক ভাল লিখেছেন।ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন কেমন।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সর্বাঙ্গীন সুন্দর ছোট কবিতা

  “ভ্রমরা গায় গায় গুনগুনিয়ে সজনে আমের বোলে”

  গায় শব্দটা ২ বার হয়ে গেছে, ঠিক করে নিন।

  শুভেচ্ছা সহ অনেক ভাল লাগা।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  যেমন ছন্দময় হয়েছে তেমন মাত্রা বিন্যাস ঠিক থাকলে অসাধারণ হতো ।
  ভাল লেগেছে । শুভ কামনা ।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ছবির মতো আকাশ ভাসে স্বচ্ছ নদীর জলে
  হাসি মুখে সময় পেরোই কতো যে কৌশলে
  শীতল পাটি বিছিয়ে ডাকে ফুল ফাগুনের বেলা
  সবুজ বনে ঘাসের মাঠে ফড়িং করে খেলা
  চমৎকার দৃশ্যায়ন । খুব ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  কান্না হাসি দুঃখ ও সুখ এক নিয়মে চলে
  চাঁদের সাথে ফুল জোনাকি নিত্য কথা বলে
  ছবির মতো আকাশ ভাসে স্বচ্ছ নদীর জলে
  হাসি মুখে সময় পেরোই কতো যে কৌশলে================== ভাল লিখছেন।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি আমির ভাইয়রে সাথে সহমত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top