স্বাস্হ্যসেবায় নতুন আগুন্তক এবং আমার অতৃপ্তি ।
এই লেখাটি ইতিমধ্যে 988বার পড়া হয়েছে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে , শুনতে ভালোই লাগে । আমরাও উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে স্বাস্হ্যসেবায় বেশ অনেকদূর এগিয়ে গেছি । তবে স্বাধীনতার বিয়াল্লিশ বছরে যতটা না এগিয়েছি তারচেয়ে ঢের বেশী এগিয়ে গেছি গতকাল ( ১২.১২.২০১৩) । এক রাত্রে রাষ্ট্রের স্বাস্হ্যসেবা একেবারে আকাশে ঠেকেছে । বেচারা এরশাদ অসুস্হ বোধ করছিলেন । কিন্তু লোকলজ্জার ভয়ে বলতে পারছিলেন না । কিন্তু আমাদের তরিৎকর্মা র্যাব বাহিনী’তো আর বিনে চিকিৎসায় এরশাদকে মরতে দিতে পারেন না । তাই ইথারে আবিষ্কার করলেন এরশাদ বেটা বিরাট অসুস্হ । তার চিকিৎসা দরকার । কাল বিলম্ব না করে একপ্রকার চ্যাংদোলা করে এরশাদকে সিএমএইচে তুললেন । রাষ্ট্রের এমন দরদী চিকিৎসায় আমি মাঝে মাঝে আবেগায়াতি হয়ে যাই । বুকের মাঝে ব্যাথাও অনুভব করি । এবং র্যাবের প্রতিক্ষায় থাকি । কখন রাষ্ট্র আমায় তার দরদী চিকিৎসায় আমাকে বাধিত করবে । আমার অপেক্ষা শেষ হয় না ।
আপনি অসুস্হ । নো চিন্তা র্যাব আছে না ।
………………..নিঃশব্দ নাগরিক ।
১,০৪২ বার পড়া হয়েছে
আমিও অসুস্হ । নো চিন্তা র্যাব আছে না ।
মজার লেখা নিঃশব্দ নাগরিক।কি সুন্দর পিপড়ার কামড়ের ব্যথার মত লেখা।তাইতো শুনেছি এরশাদ সি এম এইচে।আমি তো মনে করেছিলাম মহামান্য নেতা সতি অসুস্থ।
ধন্যবাদ আপনাকে এই লিখার জন্য।আপনার জন্য অনেক শুভকামনা।
আপনাকেও ধন্যবাদ ।
কাল বিলম্ব না করে একপ্রকার
চ্যাংদোলা করে এরশাদকে সিএমএইচে তুললেন
। রাষ্ট্রের এমন দরদী চিকিৎসায়
আমি মাঝে মাঝে আবেগায়াতি হয়ে যাই ।
একমত ।
ভৈালো থাকবেন ।
রসবোধ আলোচনার অন্তড়ালে সত্য কথা ভাল লাগল । শুভ কামনা ।
আপনাকেও শুভকামনা ।