স্মৃতি জাগানিয়া
এই লেখাটি ইতিমধ্যে 1303বার পড়া হয়েছে।
আবার আসবে ফাগুন ধূলির ধরায়
ঝকঝকে রোদমাখা এমন দিনে-
আবার গাইবে পাখি বসন্তবেলায়
দিনে দিনে বহু দেনা বেড়েছে ঋণে।
শুধিবে কে সেই ঋণ এই অবেলায়
আছে কার হিম্মত কে নেবে চিনে?
সময় বদলে যায় সময়ের স্রোতে
স্মৃতিরা থাকে পড়ে তার বিপরীতে।
ক্ষণিকের খেলা এই জয় পরাজয়
স্মৃতি জাগানিয়া বড় মধুময়।
১,৩৬৩ বার পড়া হয়েছে
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। ভালবাসি মা, মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করি না।
প্রকাশিত গ্রন্থঃ জননী ও জন্মভূমি ( ছড়াগ্রন্থ), প্রিয়বন্ধু (উপন্যাস), শেষ বিকেলের কেউ (কাব্যগ্রন্থ)
প্রকাশিতব্য গ্রন্থঃ
কাব্যগ্রন্থঃ দুঃসময়ের মুখোমুখি/
উপন্যাসঃ স্বপ্নপুরাণ , কাগজের ফুল , ক্রান্তিকাল , নিষিদ্ধ প্রণয় , কামিনী /
কিশোর উপন্যাসঃ অভিযানঃ শ্মশানপুরীর রহস্য , গন্তব্য অচিনপুর/
শিশুতোষ ছড়াগ্রন্থঃ খোকন যাবে চাঁদের দেশে , ফুলের হাসি শিশুর হাসি।।
যা কিছু প্রিয়
-------------
প্রিয় ব্যক্তিত্বঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)।
প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসীম উদদীন।
প্রিয় ছড়াকারঃ সুকুমার রায়।
প্রিয় লেখকঃ হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রিয় জায়গাঃ নিজ গ্রাম।
প্রিয় সংগীতঃ বাউল গান, দেশ গান।
ভালোবাসাঃ আমার মেয়ে মায়িশা সামিহা অরণি ও মাশতুরা সাহিবা অবনী।।
প্রিয় উক্তি : আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই, কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না। (লেখক:অজ্ঞাত)।
সর্বমোট পোস্ট: ৮৬ টি
সর্বমোট মন্তব্য: ১২০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৬ ১৭:৪০:৫৪ মিনিটে
স্মৃতি জাগানিয়া বড় মধুময়।
সময় বদলে যায় সময়ের স্রোতে
স্মৃতিরা থাকে পড়ে তার বিপরীতে।
ক্ষণিকের খেলা এই জয় পরাজয়
ভাল লাগল আপনার মেসেজ আপনার এই কবিতা।ধন্যবাদ এবং শুভকামনা।
ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন সারাবেলা….
ছোট কিন্তু খুব সুন্দর
ভাল লেগেছে।
ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন…
স্মাতি জাগানিয়া বড় মধুময়
আহারে যদি আবার আন্ডু দিয়ে যাওয়া যেত র্স্মতির দ্বারপ্রান্তে
সুন্দ কোবতে
তাই বুঝি!!!
ক্ষণিকের খেলা এই জয় পরাজয়…চরম সত্য এই বোধটুকু…ভালো লাগা…
ধন্যবাদ প্রিয় মিলন ভাই। ভাল থাকুন সবসময়।
আবার আসবে ফাগুন ধূলির ধরায়
ঝকঝকে রোদমাখা এমন দিনে
আবার গাইবে পাখি বসন্তবেলায়
দিনে দিনে বহু দেনা বেড়েছে ঋণে।
———————– ভাল লাগল।
ভাল লাগল রব্বানী ভাইয়ের লেখা।
ধন্যবাদ প্রিয় মাসুদ ভাই। ভাল থাকুন সবসময়।
ধন্যবাদ প্রিয় আমির ভাই। ভাল থাকবেন।
সময় বদলে যায় সময়ের স্রোতে
স্মৃতিরা থাকে পড়ে তার বিপরীতে।
ক্ষণিকের খেলা এই জয় পরাজয়
স্মৃতি জাগানিয়া বড় মধুময়।
ভাল লাগল কবিতাটি । শুব কামনা । ভাল থাকুন ।
ধন্যবাদ প্রিয় আব্দুর রহমান ভাই। ভাল থাকুন।
ভালো লাগলো লিখা