স্মৃতি পাতায় তুই
এই লেখাটি ইতিমধ্যে 1160বার পড়া হয়েছে।
রুমা,
আজ তুই নেই তোর সেই দু মাস বয়সের ছেলেটা ৬ মাসে পা দিলো। জানিস ও যখন আমাদের কোলে আসে তখন মনে হয় কত কালের চেনা একটা মুখ। অকালে চলে যাবি এটা ভাবি নাই কখনো। এমন তো কথা ছিলনা। আমার ঘর, বাড়ির চার পাশ, পুকুর ঘাট সব জায়গায় তোর স্মৃতি। তোর এই অকালে চলে যাওয়াটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। কিন্তু বিধির বিধান মেনে নিতে হয়। জানিস তোর বেবিটা মনে হয় মা মা গন্ধ পায় আমাদের কোলে আসলে তাই হয়তো মিশে যায়। তুই তো সব দেখিস তোর বেবির কান্না কি তোর কানে যায়? এই অল্প সময়ে কেন এতো স্বপ্ন দেখলি? জানিস তোর বাবা প্রায় পাগল কথায় কথায় বলে আমরা তো ওর সাথেই মরে গেছি বেচে আছে শুধু দেহ টা। তোর মা সে দিন প্রায় চলেই গিয়েছিল। ভয়ে সবাই একা একার হয়ে গিয়েছিলাম। হয়তো তোর মত একদিন ফাকি দিয়ে চলে যাবে। জানিস বোন তোর শুন্যতা কিছুতেই পুরন করা যাবে না। শুধু দোয়া করি পরম করুনা ময় আল্লাহ তোকে জান্নাত বাসি করুক। আমার এই লেখা গুলি তো তুই কখনো পড়তে ও পারবি না কিন্তু আমার যে তোকে খুব লিখতে ইচ্ছে করে।
তোর কাজিন সহপাঠি
মুক্তা
বিঃদ্রুঃ রুমা নামের মেয়েটি মৃত। গত ০৭-০২-২০১৬ ইং তারিখে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
১,১৪৭ বার পড়া হয়েছে
বেদনাময় প্রকাশ । এভাবেই মানুষ একদিন স্মৃতি হয়ে যায় ।