নোটিশ
“স্মৃতি”
এই লেখাটি ইতিমধ্যে 1061বার পড়া হয়েছে।
স্মৃতি তুই অতীতের নির্যাস।
কখনও তেঁতো কখনও মধুর পিয়াস।
কখনও সুখ কখনও দুঃখের আবেশ।
কখনো বা ভুলে যাওয়া অস্তিত্বের উন্মেষ।
স্মৃতি তুই অতীতের জীবাশ্ম।
ধ্বংস হয়েও তোর হয় না ধ্বংস।
তোর যেন বিড়ালের প্রাণ।
বড়ই কঠিন তোর জান।
স্মৃতি তুই চুপটি মেরে থাকা আগ্নেয়গিরি।
কখনও সুপ্ত কখনও লাভার বারি।
স্মৃতি তুই দগদগে ঘা।
স্মরণের নুনে যাতনার শিখা।
স্মৃতি তুই দীর্ঘজীবী বটবৃক্ষ।
ফেলে আসা অতীতের প্রমাণ-সাক্ষ্য।
কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।
১,১৪২ বার পড়া হয়েছে
স্মৃতি কখনো সুখের আবার কখনো দুঃখের হয়।
কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।
সুন্দর উক্তি…মনে দাগ কাটলো….
সুন্দর
স্মৃতি অবিনশ্বর-অমর।
ভাল লাগল ।
কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।
স্মৃতি মানুষকে সুখের চেয়ে দুঃখই দেয় বেশি।
অনেক ভালো লাগলো
ভরি নাইস
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
শুভ কামনা রইল