Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“স্মৃতি”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ০১/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1061বার পড়া হয়েছে।

স্মৃতি তুই অতীতের নির্যাস।
কখনও তেঁতো কখনও মধুর পিয়াস।
কখনও সুখ কখনও দুঃখের আবেশ।
কখনো বা ভুলে যাওয়া অস্তিত্বের উন্মেষ।

স্মৃতি তুই অতীতের জীবাশ্ম।
ধ্বংস হয়েও তোর হয় না ধ্বংস।
তোর যেন বিড়ালের প্রাণ।
বড়ই কঠিন তোর জান।
স্মৃতি তুই চুপটি মেরে থাকা আগ্নেয়গিরি।
কখনও সুপ্ত কখনও লাভার বারি।

স্মৃতি তুই দগদগে ঘা।
স্মরণের নুনে যাতনার শিখা।
স্মৃতি তুই দীর্ঘজীবী বটবৃক্ষ।
ফেলে আসা অতীতের প্রমাণ-সাক্ষ্য।

কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।

১,১৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  স্মৃতি কখনো সুখের আবার কখনো দুঃখের হয়।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
  খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।
  সুন্দর উক্তি…মনে দাগ কাটলো….

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  সুন্দর
  স্মৃতি অবিনশ্বর-অমর।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল ।

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
  খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।

  স্মৃতি মানুষকে সুখের চেয়ে দুঃখই দেয় বেশি।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  অনেক ভালো লাগলো
  ভরি নাইস

  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top