হাজার-তম পোস্টের জন্য আপনাদের অভিনন্দন এবং ঘোষণা
এই লেখাটি ইতিমধ্যে 1810বার পড়া হয়েছে।
প্রিয় লেখক বন্ধুরা
আমাদের ১০০০ তম পোস্ট এর জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা মাত্র তিন মাসে ১০০০ টি পোস্ট পেয়েছি। সাহিত্য বিষয়ক ব্লগ হিসাবে এটি বিশাল। আর এ উপলক্ষে আপনাদের একটি বিশেষ ঘোষণা জানাচ্ছি।
আপনারা জানেন যে আমরা সাহিত্য বিষয়ক একটি মাসিক পত্রিকা বের করতে চাই, যেখানে শুধু চলন্তিকার লেখকদের লেখাই থাকবে। সব ঠিক থাকলে এটি ইনশাল্লাহ ২০১৫ সালের মার্চ মাস থেকে আলোর মুখ দেখবে। আপনাদের সে পরজুন্ত ধৈর্য ধরার আহবান জানাচ্ছি।
আমাদের হাজারতম পোস্ট উপলক্ষে আপনাদের জানাচ্ছি, আমরা ঠিক করেছি যে সব প্রদায়ক ৭৫০ কিংবা তার অধিক লেখা এবং যে কোন ১২টি মাস ১০০০ এর অধিক মন্তব্য করবেন তার ঠিকানাতে প্রতি মাসে চলন্তিকার মাসিক পত্রিকা ফ্রী পাঠানো হবে। প্রদায়ক কে অবশ্যই এই শর্ত দুটো পালন করতে হবে। এই ঘোষণা সামনের সবসময় এর জন্যই প্রযোজ্য থাকবে।
এটি করার জন্য আমাদের উদ্দেশ্য হল – আপনারা জানেন চুক্তি অনুযায়ী মার্চ’ ১৫ এর আগে আমাদের ২০,০০০টি লেখা এবং ২০০,০০০টি মন্তব্য থাকলে আমরা পত্রিকা বের করতে পারব। এই ঘোষণা আমাদের অধিক লেখা এবং অধিক মন্তব্য পেতে সাহায্য করবে।
আশা করি এখন থেকে আপনারা আরও বেশি লিখবেন, আরও বেশি মন্তব্য করবেন।
আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারো ধন্যবাদ জানাচ্ছি।
বিনীত
সম্পাদক, চলন্তিকা ব্লগ
২,০০৪ বার পড়া হয়েছে
চলন্তিকাকে অভিনন্দন। এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
১০০০ পোস্টের অভিন্দন, চলন্তিকা এগিয়ে চলুক নিজস্ব ছন্দে।
দারুন! অভিনন্দন সবাইকে।
অভিনন্দন চলন্তিকা পরিবারকে। সুন্দর ও ভালো উদ্যোগগুলো সফল হউক।
অভিনন্দন।
চলন্তিকাকে অভিনন্দন।
অভিনন্দন।
আমাদের হাজারতম পোস্ট উপলক্ষে আপনাদের জানাচ্ছি, আমরা ঠিক করেছি যে সব প্রদায়ক ৭৫০ কিংবা তার অধিক লেখা এবং যে কোন ১২টি মাস ১০০০ এর অধিক মন্তব্য করবেন তার ঠিকানাতে প্রতি মাসে চলন্তিকার মাসিক পত্রিকা ফ্রী পাঠানো হবে। প্রদায়ক কে অবশ্যই এই শর্ত দুটো পালন করতে হবে।
কঠিন দুটো শর্ত পালন করা আমাদের অনেকের জন্য কঠিন হয়ে যাবে। আমি বর্তমানে দীর্ঘ ২৮ দিন অবিরাম চেষ্টা করে মাত্র ৪১৮টি মন্তব্য করলাম! তবুও চেষ্টা করব।
আমরা জানি ব্যাপারটা কঠিন। কিন্তু একবার ভাবুন, আমরা কিন্তু এটাও বলেছি যে, ঐ প্রদায়ক প্রতি মাসে চলন্তিকার মাসিক পত্রিকা ফ্রী পাবেন।
চলন্তিকাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের প্রচেষ্টার অভাব নেই।আসুন আমরা সবাই এ প্রচেষ্টায় যোগদান করি।সবার কর্মদানে উত্তরোত্তর চলন্তিকার উন্নতি ঘটুক এতাই সবার আন্তরিক কামনা হোক।
আমরা সঙ্গে আছি এবং যাত্রার সফলতা কামনা করি…..অভিনন্দন…ধন্যবাদ সম্পাদকমহোদয়…..
এগিয়ে যাক চলন্তিকা।
চলন্তিকার সফলতা কামনা করি। সকল লেখক ও প্রদায়কদের কৃতজ্ঞতা। সকলে মিলেই গড়ছি এই নতুন আলয়।
সাথে আছি…..
চলন্তিকাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের প্রচেষ্টার অভাব নেই।আসুন আমরা সবাই এ প্রচেষ্টায় যোগদান করি।সবার কর্মদানে উত্তরোত্তর হই । চলন্তিকার উন্নতি ঘটুক সেটাই হোক সবার আন্তরিক কামনা, সেই আসায় বিদায়… নিলাম ভাল থাকবেন সবাই ।
ধন্যবাদ সম্পাদক মহোদয়
আপনার প্রচেষ্টায় চলন্তিকার উত্তরোত্তর উন্নতি ঘটুক সেটাই
আন্তরিক কামনা
আপনার প্রচেষ্টায় আমি সাথে আছি
ইনশাআল্লাহ চলন্তিকার সনে আছি ।
আশা করি সাফল্যের সহিত চলন্তিকা এগিয়ে যাক ।