Today 20 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হাজার বছর ঋণী

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ১৩/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2379বার পড়া হয়েছে।

1504950_1515349598731915_6987605406723105432_n

যাপিত জীবনে কত বিচিত্র সংলাপ
পছন্দ হলে তবে তোমার মুখে হাসি ফুটে
গা ঘেষে বসে সোনার সোহাগে দাও
গন্ধমের রসে সিক্ত বুকের উষ্ণ উত্তাপ,
তোমার রসাল ঠোঁটে ফুটে কথার খৈ
নীলিমার নীলে শূন্যতার শূন্য পটে স্বপ্ন আঁকো ,
স্বপ্নে দেখো – স্বপ্নে দেখাও সোহাগ রঙিন হৃদয়
রংধনুর সাত রঙে মাখা সুবাসিত অলৌকিক গোলাপ;

.
গোলাপের পাঁপড়িতে কোমল সৌন্দর্য শোভা
মাতাল মাদকে সুগন্ধ সুবাসে মাখা
বৃন্তে বিষ কাঁটা নীল গরলের কৌঠা
মৌমাছির হুলে যুগিয়ে মধু
স্নেহ সিক্ত মালীর হস্তে ফুটিয়ে কাঁটা
মাঝে মাঝে কেন তবে
রক্তে অন্দরে মিশিয়ে দাও নীল গরলের ব্যাথা?
.

সোহাগের বিছানায় সুখদ শীৎকারে
যত দাও – তত নাও
তবু ও আরো বেশী চাও
আধ ভরা জলে কলসি হৃদয়
সাত জনমের জলে ও ভরে না আহা
আধখানা শূন্য কলসি কানায় কানায়;

.
রাত শেষে দিন আসে
দিন শেষে রাত
জীবন সায়াহ্নে সমূদ্র তটে
জীবনের জলে কালের ঢেউ গুণি,
মমতার জলে
খেড়ো খাতা খুলে
দেনা – পাওনার হিসাব মেলাতে গিয়ে
বেদনা বিদুর আনন্দ মুখোর
স্মৃতির বেহাগে শুনি
দু’জনের কাছে দু’জনা আজ ও
হাজার বছর ঋণী।
________________________________________

২,৩৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর কোবতে
  অসম্ভব ভালা লাগা রইল।

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  রাত শেষে দিন আসে
  দিন শেষে রাত
  না বুঝে কেউ বিধির লীলা
  করছে প্রতিভাত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top