”হিউম্যান-এ্যানিম্যাল কথকতা”
এই লেখাটি ইতিমধ্যে 1323বার পড়া হয়েছে।
”ধর্মের ছেদ নেই চেতনার স্মারকে,
একথা কী আজো বুঝে নীতি নির্ধারকে ?
মৃত্যু শয্যায় নাস্তিক বামকিং ,
আধো বোলে ঠোটে তার ইট হেজ সামথিং ।
ধর্মীয় চেতনায় থাকে হিউমিনিটি ,
ধর্মহীনতায় শুধু এ্যানিমিলিটি ।
মানুষতো একই সাথে ‘হিউম্যান-এ্যানিম্যাল’,
হিউম্যান মাইনাসে থাকে শুধু এ্যানিম্যাল ।
সহস্রাব্দ ধরে ফিলিস্তিনিদের সঙ্গী,
ইয়াহুদ-জানোয়ার ‘অটোম্যান জঙ্গী’ ।
‘দুগ্ধেপোষ্য শিশু’ দগ্ধে- লেলিহান,
‘আইলেত শাকেদের’ চোখে তীর মেলে-হান ।”
**stop zenocite…stop killing pelestanianes ..
**প্রতিটি ফিলিস্তিনি মাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলের নারী রাজনীতিক ও সংসদ সদস্য আইলেত শাকেদ।
ইসরাইলের জাতীয়তাবাদী জিউইশ হোম পার্টির এই এমপি ফিলিস্তিনিদের সন্ত্রাসী উল্লেখ করেন। আর চলমান গাজা আগ্রাসনের সময়ে প্রতিটি ফিলিস্তিনি মাকে হত্যা করা হবে বলে জানান। তিনি আরো বলেন, যে সব ফিলিস্তিনি মা খুদে সর্প ছানার জন্ম দিচ্ছেন, তাদের হত্যা করতে হবে।
আইলেত শাকেদ বলেন, ফিলিস্তিনিদের মরতে হবে এবং তাদের ঘরবাড়ি চুরমার করে দিতে হবে। তাহলেই তারা আর কোনো সন্ত্রাসী পুষতে পারবে না। তিনি বলেন, সব ফিলিস্তিনি ইসরাইলের শত্রু এবং তাদের রক্তে ইসরাইলিদের হাত রাঙাতে হবে। মায়েদের হত্যা করলেই এসব সন্ত্রাসীর জন্ম থামবে। শাকেদের এই মন্তব্যে তুরস্কের প্রধানমন্ত্রী রোসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের বিপক্ষে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করছে। তাদের এটা থামাতে হবে। গাজায় যা চলছে তা হিটলারেরই আরেক বর্বরতা। তিনি প্রশ্ন রেখে বলেন, এক ইসরাইলি সংসদ সদস্য সব ফিলিস্তিনি মাকে হত্যার হুমকি দিয়েছেন। তাহলে তার আর হিটলারের মানসিকতার মধ্যে পার্থক্য কোথায়? সূত্র : প্রেস টিভি
১,২৯১ বার পড়া হয়েছে
কত বড় দু:সাহস মহিলা কুত্তির। অকে নিসংশ ভাবে হত্যা করা হউক।
সুন্দর লিখেছেন
আর সহ্য হয় না।
বেশ ছন্দ পতন
nice
ভালো লাগলো পড়ে
থাকলো শুভ কামনা
শুভ সন্ধ্যা