নোটিশ
হৃদয়পুরে দেশান্তরী-১০
এই লেখাটি ইতিমধ্যে 1303বার পড়া হয়েছে।
আমায় ভালোবাসবে না যে অনেক আগেই জানি
আমি যে এক ঘৃণ্য মানুষ সেটাও আমি মানি
যত্ন করে করবে ঘৃণা এই কথা দাও যদি
অমৃত স্রোত বইয়ে দেবে আমার পাপের নদী !
১,৩৪১ বার পড়া হয়েছে
এই লেখাটি ইতিমধ্যে 1303বার পড়া হয়েছে।
আমায় ভালোবাসবে না যে অনেক আগেই জানি
আমি যে এক ঘৃণ্য মানুষ সেটাও আমি মানি
যত্ন করে করবে ঘৃণা এই কথা দাও যদি
অমৃত স্রোত বইয়ে দেবে আমার পাপের নদী !
১,৩৪১ বার পড়া হয়েছে
পাপের নদীতে ভাই অমৃত স্রোত বইয়ে লাভ নাই
আনেক ভাল লেগেছে।
ধন্যবাদ।
আমায় ভালোবাসবে না যে অনেক আগেই জানি
আমি যে এক ঘৃণ্য মানুষ সেটাও আমি মানি
যত্ন করে করবে ঘৃণা এই কথা দাও যদি
অমৃত স্রোত বইয়ে দেবে আমার পাপের নদী !
চমৎকার প্রেমের কবিতা।ধন্যবাদ।
চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
দারুন দারুন দারুন ……. চলুক চার লাইনের কবিতা অবিরাম ।
অনেক অনেক ধন্যবাদ।
ছোট কবিতাটি ভাল লেগেছে।
ধন্যবাদ। ভালো থাকবেন।
চমৎকার লেগেছে চার লাইনের কবিতাটি। চালিয়ে যান।
আচ্ছা। ধন্যবাদ।
সুন্দর হয়েছে ভাই
ধন্যবাদ,ভাই।
অমৃত স্রোত বইয়ে দেবে আমার পাপের নদী !
তবু তোমায় সরি আমি নিত্য নিরবধি।