নোটিশ
হৃদয়পুরে দেশান্তরী-১৬
এই লেখাটি ইতিমধ্যে 1506বার পড়া হয়েছে।
সুখের সাথে প্রেম করেছি, দুঃখ এলো ঘরে;
বরণ করে নিলাম তাকেই আদর সোহাগ করে।
স্বপ্নবাড়ি উঠলো ভরে দুঃখের কোলাহলে;
দুঃখের আগুন জোনাক হয়ে আমার বুকে জ্বলে !
১,৫৪৩ বার পড়া হয়েছে
এই লেখাটি ইতিমধ্যে 1506বার পড়া হয়েছে।
সুখের সাথে প্রেম করেছি, দুঃখ এলো ঘরে;
বরণ করে নিলাম তাকেই আদর সোহাগ করে।
স্বপ্নবাড়ি উঠলো ভরে দুঃখের কোলাহলে;
দুঃখের আগুন জোনাক হয়ে আমার বুকে জ্বলে !
১,৫৪৩ বার পড়া হয়েছে
সুখের সাথে প্রেম করেছি, দুঃখ এলো ঘরে;
বরণ করে নিলাম তাকেই আদর সোহাগ করে।
চমৎকার কবিতা সবসময় পড়ি।ভাল লাগে।ধন্যবাদ আপনাকে।শুভকামনা থাকল অনেক।
সুখের সাথে দুঃখ থাকে
এই কথাটা মনে রেখে
জ্বালাও মনে জোনাক পোকা
এই কথাটা জেনো বোকা।
ক্ষণিক বাক্য ব্যয়ে অসীম ভালো লাগা পেলাম। শুভ কামনা রইল।
দারুন হইছে কবিতা
সুখের সাথে প্রেম করেছি, দুঃখ এলো ঘরে;
দুঃখে আমার জীবন গড়া, সুখ নাই অন্তরে।