Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হৃদয়পুরে দেশান্তরী-২

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ১৪/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 909বার পড়া হয়েছে।

যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সুন্দরী ছিলে তুলনাহীন;
সে রূপের ছবি মনে রেখে রেখে কেটেছে আমার না দেখা দিন।
মনের ভেতরে বেঁচে আছো তুমি, বাস্তবে তুমি জীবিত নও;
প্রত্ন প্রতিমা সামনে এসোনা, মৃত ছিলে তুমি মৃতই রও!

৯৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  অনন্য সাধারন কবিতা।চার লাইনের মেসেজে এত অপূর্ব এক্সপ্রেশান।

  সমানে লিখতে থাকুন হৃদয়ের দেশান্তরী-৩ ৪।আমরাআ আআআআম

  ধন্যবাদ চমৎকার কবিতার জন্য।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  হোক না ছোট
  কিন্তু অসাধারণ

  অনেক ভালো লাগলো।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ৪ লাইনের কবিতায় অনেক ভাল বাসা প্রকাশ পেয়েছে । ভাল লাগল । শুভ কামনা ।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চার লাইনের কবিতা বেশ লাগল

  খুব সুন্দর :)

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  মনের ভেতরে বেঁচে আছো তুমি, বাস্তবে তুমি জীবিত নও;
  প্রত্ন প্রতিমা সামনে এসোনা, মৃত ছিলে তুমি মৃতই রও!

  মৃত মৃতই রবে
  হবেনা জীবিত
  মনে শুধু রয়ে যাবে
  স্মৃতি তাহার যত।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top