নোটিশ
হৃদয়পুরে দেশান্তরী – ৬৪
এই লেখাটি ইতিমধ্যে 1341বার পড়া হয়েছে।
কঠিন কঠিন করছি শপথ, ফিরবো না তার কাছে !
মন ঠেকানোর মন্ত্রগুলো মাথার ভেতর আছে !
তার দিকে যে ফিরেই আছি সেটাই ছিলাম ভুলে !
নতুন করে করছি স্মরণ ভোলার কথা তুলে !
১,৩২৫ বার পড়া হয়েছে
চমৎকার।।
সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরে ভাই কয়েকটা এক সঙ্গে দিন, এত ছোট ছোট লিমরিক
এটা লিমেরিক নয়। লিমেরিক ৫ লাইনের। ভিন্ন ধরনের শৈলী ব্যবহৃত হয়। চার লাইনের রুবাইয়ের আদলে আমাদের নিজস্ব ধাঁচ মিলিয়ে লিখছি। প্রতিটি যেহেতু আলাদা,তাই অঅলাদাভাবে দিচ্ছি।
সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
এটা লিমেরিক নয় প্রিয় গোলাম মাওলা আকাশ । লিমেরিকের আলাদা গঠন শৈলী আছে।
আর……
কঠিন কঠিন করছি শপথ, ফিরবো না তার কাছে !
মন ঠেকানোর মন্ত্রগুলো মাথার ভেতর আছে !
তার দিকে যে ফিরেই আছি সেটাই ছিলাম ভুলে !
নতুন করে করছি স্মরণ ভোলার কথা তুলে !
………খুব সুন্দর হয়েছে অণু।
সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ভালো লাগলো।ধন্যবাদ।
সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
Khub sundar
chomotkar
সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
কঠিন কঠিন করছি শপথ, ফিরবো না তার কাছে !
মন ঠেকানোর মন্ত্রগুলো মাথার ভেতর আছে !
তার দিকে যে ফিরেই আছি সেটাই ছিলাম ভুলে !
নতুন করে করছি স্মরণ ভোলার কথা তুলে !
কঠিন কঠিন করছি স্মরণ ভোলার কথা তুলে !
হাহাহা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
চমৎকার লাগলো
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
_+_+_+_+_
ধন্যবাদ। ভালো থাকবেন।
মিষ্টি ভুলটা শুধরানোর দরকার নাই।
মিস্টি লেখায় বেসম্ভব ভাল লাগা জানিয়ে পরবর্তি
লেখার অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর
ভুলতে চাইলেও ভোলা যায় না ।