নোটিশ
হৃদয়পুরে দেশান্তরী – ৭৩
এই লেখাটি ইতিমধ্যে 807বার পড়া হয়েছে।
তোমার খোঁজে আকাশ বাতাস উল্টে ফেলি আজ রাতে !
সারা দিনের চেষ্টা শেষেও তোমার খবর নেই হাতে !
অগত্যা তাই রিক্ত মনে বাগান চষে ফিরছি হায় !
ফুলের ভেতর কাটলো তোমার সুবাস খোঁজার ব্যর্থতায় !
৭৮৮ বার পড়া হয়েছে
অল্প কথার মধ্যে খুব সুন্দর অভিব্যক্তি, ধন্যবাদ কবি, ভালো থাকুন।
অসাধারণ লাগল
খুব সুন্দর লিখে যান আমাদের জন্য এমন সুন্দর কবিতা
অল্পেই অতি সুন্দর
ভাল লাগল