নোটিশ
হৃদয়পুরে দেশান্তরী-৯
এই লেখাটি ইতিমধ্যে 1391বার পড়া হয়েছে।
লাইলী অমর মজনু অমর, অমর কৃষ্ণ রাধা;
রইলো তাঁদের প্রেম কাহিনী কাব্যে গানে বাঁধা।
নাইবা হলাম কবির কাছে তাঁদের মতো দামী,
আমার মাঝে তুমি অমর, তোমার মাঝে আমি।
১,৪৬৪ বার পড়া হয়েছে
অল্প কথাতে যা লিখেছেন অসাম!!
অনেক ধন্যবাদ ভাইয়া।
সুন্দর……….
অনেক ভাল লাগা।
ধন্যবাদ। ভালো থাকবেন।
আমার মাঝে তুমি অমর, তোমার মাঝে আমি। বেশ ভাল লাগল ।
ধন্যবাদ।
নাইবা হলাম কবির(মোস্তফার) কাছে তাঁদের মতো দামী,
আমার মাঝে তুমি অমর, তোমার মাঝে আমি।
মজার কবিতা অপূর্ব কবিতা।ধন্যবাদ এবং শুভকামনা।
কৃতজ্ঞতা নিরন্তর প্রেরণার জন্য।
ভাল লাগল কবিতার বক্তব্য । শুভ কামনা । ভাল থাকুন ।
আপনার জন্যও শুভকামনা।
ফাটাফাটি হইছে, শুভকামনা, প্রেম অমর হউক
ধন্যবাদ। অমর হোক।
অসাধারণ কথামালা ।
অনেক ধন্যবাদ।
চার লাইনের সুন্দর কবিতা
শুভেচ্ছা নিরন্তর।
সুন্দর লিখেছেন প্রিয়।
আমার মাঝে তুমি অমর, তোমার মাঝে আমি।
তাইতো তোমায় খুঁজে বেড়াই আমি দিবসযামী।