নোটিশ
হৃদয় কথন (০০১-০০৩)
এই লেখাটি ইতিমধ্যে 869বার পড়া হয়েছে।
হৃদয় কথন-০০১ (নিজেই মূল্যবান)
মনে মনে ভাবি যারে সে তো ভাবে না,
আমার জন্য তার কভু হৃদয় কাঁদে না !
তার ভাবনা ছেড়ে তাই ভাবি এই আমি,
আমার চেয়ে এই জীবনে নয় কেউ দামি !
হৃদয় কথন-০০২ (স্বপ্ন দেখি)
যখন ইচ্ছে তখনই চাই মেলতে স্বপ্ন ডানা,
অদৃশ্যে কে যেন এসে আমায় করে মানা,
স্বপ্ন নিয়ে তবু আমি যাই যে করে ফেরী,
সত্যি হতে স্বপ্ন না হয় করলো একটু দেরি !
হৃদয় কথন-০০৩ (ভালো-মন্দ)
ভালো-মন্দ দু’টোই থাকে সকল কাজে,
ভালোটার প্রতিষ্ঠা শুধু চাই এ সমাজে !
যদি পায় ভালো সবই প্রতিষ্ঠা তার,
চেহারা জানি বদলাবেই এ সমাজটার !
৮৫৪ বার পড়া হয়েছে
খুব সুন্দর হয়েছে লেখাগুলো
তবে নামকরণটা নিজের করে একটা বানিয়ে নিলে হতো না। …..

আপনার কষ্ট দেখে সেটা করেই ফেললাম আপু ! 😛 আশা করছি এবার বোন আমার খুশিই হবে !
আপনার নিজের দেয়া নামটা ব্যবহার করতে পারায় ভালোই হয়েছে !
তা না হলে নিজের দেয়া নতুন নামটা যে খুঁজেই পেতাম না ! 
লেখার প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু !
অনেক ধন্যবাদ
“মনে মনে ভাবি যারে সে তো ভাবে না,
আমার জন্য তার কভু হৃদয়ও কাঁদে না!”
এখানে শুধু ‘হৃদয়’ করলে কেমন হয় কবি?
‘মন কথিকা’-র প্যাটেন্ট তো “এই মেঘ এই রোদ্দুর” নিয়েছেন!
আপনি ওই ধারায় অন্য কোন প্যাটেন্ট নিলেই ভাল হতো!
শুভেচ্ছা ও ভালবাসা জানবেন।
‘হৃদয়’ করলে ভালোই তো হয় ! তো ? করে দিলাম ! 😛
‘মন কথনিকা’ এর প্যাটেন্টের দাবীদারকে তার একক প্যাটেন্ট স্বত্ব ফিরিয়ে দিলাম !
পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি ।
কবি বুলবুল ভাইয়ের সাথে সহমত
…………………………..
দারুন লিখা যাই হোক
সহমতের ক্ষেত্রে সহ-সমাধান পেয়ে গেছেন নিশ্চয় ! 😛
লিখার ভালো লাগায় ভালো লাগার অনুভূতি পেলাম ।
ভালো থাকবেন ।