নোটিশ
হৃদয় কথন (০১৯-০২১)
এই লেখাটি ইতিমধ্যে 1449বার পড়া হয়েছে।
হৃদয় কথন-০১৯ (অবিচার)
একটা খবর সামনে এলেই অন্যটা যায় ডুবে,
তদন্ত হয়, বিচারও হয়, লোক দেখানো ভাবে !
বিচার শেষে প্রার্থী কাঁদে আসামী পায় ছাড়া,
এটাই নাকি দেশের এখন শ্রেষ্ঠ বিচারধারা !
হৃদয় কথন-০২০ (মেধাবী মূল্যায়ন)
শিক্ষকরা প্রশ্ন করে মেধাবী করে বাছাই !
কোন ছাত্রে কি আছে- তাও করে যাচাই !
মেধাবী শিক্ষকই তাই বাছাইয়ের প্রয়োজন,
শিক্ষাক্ষেত্রে করতে সঠিক মেধার মূল্যায়ন !
হৃদয় কথন-০২১ (আধুনিক গণতন্ত্র)
আধুনিক গণতন্ত্র কি- কেউ কি বলতে পারো ?
আধুনিক গন্ততন্ত্র মানে- ক্ষমতা একাই ধরো !
পিষিয়ে ফেলো অন্য সবার ভিন্ন মতামত,
ভুল হোক,সঠিক হোক নিজের মতই মত !
১,৪৫৫ বার পড়া হয়েছে
সব গুলো বাস্তব কবি!! সালাম নিবেন।।
অনেক ধন্যবাদ কবি । বাস্তবতার আঙ্গিকেই লিখতে চেয়েছি । আপনার মন্তব্য শুনে নিজেকে এক্ষেত্রে সার্থকই মনে হচ্ছে । শুভেচ্ছা জানবেন ।
খুব ভালো লাগলো
সুন্দর প্রকাশ
নাইস………………….
হুম, ধন্যবাদ আপনাকে সবুজ ভাই ।
মন্তব্যে ভালোলাগায় সিক্ত হলাম ।
শুভেচ্ছা জানবেন ।
“অবিচার” অংশটি বেশ ভাল লেগেছে। খুবই সুন্দর বলেছেন।
জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা সভ্যতায় উন্নত দাবি করলেও নৈতিকতা ও মানবিকতায় যে
আমরা কত পিছিয়ে আছি – আমাদের দেশের বিচার ব্যবস্থা তার প্রকৃষ্ট নজির।
সত্যিই যেন নৈতিকতা ও মানবিকতায় আমরা যোজন যোজন পিছিয়ে আছি । আমাদের আশেপাশে তাকালেই যেন তার অহরহ প্রমাণ মেলে ।
অনেক ধন্যবাদ কবি । সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
সব কটিই সুন্দর
অনেক ভাল লাগল
ধন্যবাদ আপু । জেনে মনেতে তৃপ্তি পেলাম ।
শুভকামনা জানবেন ।
বর্তমান পেক্ষাপটে সব কটি হৃদয় কথন প্রযোজ্য।
শ্রদ্ধা জানবেন কবি।
হৃদয় দিয়ে লিখার মাঝে হৃদয়ের অনুভূতি পেয়ে ভালো লাগলো বেশ ।
ধন্যবাদ মাজেদ ভাই । ভালো থাকবেন ।