Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হয়তো বা

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ১৫/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1266বার পড়া হয়েছে।

হয়তো বা

পথের দিশায় ভুল ছিল তাই
ভুল করে পথ খুঁজে বেড়াই
যে পথে আমি আছি দাঁড়িয়ে
তাতেই আমার পুরো জীবনটাই ;
মাথা উঁচু না করেই চলেছি
পায়ে পায়েই সিঁড়িতে উঠছি
যা পেয়েছি তারপরেও অতৃপ্ত
বুকের বাসনায় মালা গেঁথেছি ।
যুগের চিত্রে প্রবাহে সুদূর
আমাতেই জন্ম নিয়েছে পথের দিশা
চল , আজ কিছু করি মানবিক
ভুল ভেঙে যাওয়া ভুলের বিদিশা ।
-০-০-০-

১,২২৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

    মাথা উঁচু না করেই চলেছি
    পায়ে পায়েই সিঁড়িতে উঠছি
    যা পেয়েছি তারপরেও অতৃপ্ত
    বুকের বাসনায় মালা গেঁথেছি ।

    পথের দিশায় ভুল ছিল তাই…

    বলবেন না রেবা দা। আমার ও দিশা হারিয়ে ফেলেছি। কোন রাস্তা সঠিক বুঝতে পারছিনা। সভ্য সমাজ ,লোকালয় ,একবার ভাবি সুন্দর বনে চলে যাই। হাতি আমার সাথী হাতির পিঠে উঠে ঘুমিয়ে থাকি। …আমি যত বোকা ঝকা করি হাতি র ডাক ছাড়া তো আর উত্তর দিতে পারবেনা। এ এক নিরাপদ জীবন। ..হা হা হা লোল।

    না না আপনার কবিতা মনোযোগ দিয়ে পড়েছি। অনেক ভাললাগা কবিতায়। শুভেচ্ছা রইল।

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভুল করার পর ভুল বুঝতে পারলে
    আমরা সফল হতে পারবো।
    আমরা এমন দেশের নাগরিক
    ভুল করি, বুঝি,স্বীকার করিনা।

  3. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

    অনেক ভালো লাগলো।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    চল , আজ কিছু করি মানবিক
    ভুল ভেঙে যাওয়া ভুলের বিদিশা ।

    হুম খুব ভাল লাগলো । শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top