৷৷ ডনা অশলক ১৯৮৭ ৷৷ (প্রেমিক ফিলিপের হৃদপিন্ড নিয়ে যে বেঁচে থাকে )
এই লেখাটি ইতিমধ্যে 992বার পড়া হয়েছে।
আবহমান স্রোতসিনী নদী তুমি এই গ্রহে ৷
দুকুল ছাপিয়ে উঠুক ফসল,
উর্বর জনবসতি,মজাগাঙ্ , ধুসর পলিমাটি ৷
অতিত উপাখ্যান বিলীণ হয়ে যাক-
মেনে নিক পরাজয় সে কোন বিধাতা পূরুষ অন্তর্লোকে৷
তাজমহল যদি হয় শাজাহানের বিমূঢ় অমরতা-
প্রস্তর পাহাড় কেটে সারাটি জীবন প্রেমিক ফরহাদ গড়ে ইতিহাস ৷
হেলেন, ক্লিয়োপেট্রা,এন্টোনিরা জড়িয়ে নিক লাখ প্রেমিকের ক্ষুধার্ত দুবাহু৷
লাইলী-মজনু, ইউসুফ জোলেখা যদি হয়
প্রেমের অক্ষয় অমরাবতী !
আবহমান এই গ্রহে তুমিই শুধু
একমাত্র ফিলিপ গার্জার নীলনদ ! – নারী তুমি !!
দুকুল ছাপিয়ে উঠুক ফসল,
উর্বর জনবসতি,মজাগাঙ্ , ধুসর পলিমাটি ৷ ৷
————-
১,০২৫ বার পড়া হয়েছে
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় ।
#চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় ।
# প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) ।
# প্রিয় ব্যক্তি : মা-বাবা ।
# যা আশ্চয্য করে : পবিত্র কোরআন,
বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি ।
#দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
আবহমান সো়তসিনী নদী তুমি এই গ্রহে ৷
দুকুল ছাপিয়ে উঠুক ফসল,
উর্বর জনবসতি,মজাগাঙ্ , ধুসর পলিমাটি ৷
অতিত উপাখ্যান বিলীণ হয়ে যাক-
ভাল লাগল আপনার বিচিত্র কবিতাটি।অনেক ধন্যবাদ।
একেবারে মুগ্ধ হয়ে পড়লাম রুহুল আমিন ভাই —- ।
আপনার কবিতা ভাল লেগেছে।