Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

৷৷ মা’তোর বদনখানি মলিণ… ৷৷

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ০৬/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1231বার পড়া হয়েছে।

 

বাংলাদেশের মসজিদের সব ইমাম হুজুর /
ধনি-গরীব নির্বিশেষে মুটে – মুজুর/
শ্রদ্ধা যেমন চার্চ -মিশনের বৃদ্ধ ফাদার/
মন্দিরেতে পুজারী সব ভক্ত দাদার /
কোনদিনতো কারো সাথে বুঝাপড়ার/
পথ চলাতে অমিল-বেমিল হয়নি ধরার/
সব মিলিয়েই আমরাতো ভালোই ছিলাম /
ঈষাণে কেন কালো মেঘের ঠাইটি দিলাম ?

টক-ঝাল-মিষ্টি-তেঁতো স্বাদের সাথে/
নোনতাটা ঠিক লাগে আগেই সবার পাতে /
হাজারটা পথ শেষে মিলে একটি পথে /
হাজার নদী মিলে মেশে সাগরেতে /
থাকতে পারে অমতের সব হাজারো মত/
সব মানূষের মত মিলে হয় এক জনমত /
জনমতের অগ্রাধিকার সবার আগে/
না দিলেতো গণতন্ত্র আগেই ভাগে /

মানূষ কেন হয় অমানূষ রাজপথে আজ ?
মানবতা পুড়ছে কেন সভ্যতার তাজ ?
মাংসাসী আজ আত্মমূখী কাকেরা সব /
প্রশ্নটা নিজের কাছেই – কী হচ্ছে এসব ?
এই যদি হয় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি /
এই সিড়িরও শেষ আছে যা পর্ব্বত-গিরি/
সবার আগে সম্ভাবনা যার ভেঙ্গে পড়ার/
পড়লে পরে থাকবেনা আর কেউতো ধরার /

তাই আসুন আজ সবাই মিলে সবার আগে/
তালগাছের বিভেদ ভুলে নিজের ভাগে /
নাইবা নিলাম বিলিণ করে সবই দিলাম /
আমজনতার অন্তরেতে গেঁথে গেলাম /
যেমন গেঁথে আছেন একজন ‘রবীঠাকুর’/
দাঁড়াই একই ছায়াতলে বটের-পাকুর /
বাংলামায়ের সেই মমতার তলে আসি/
বদন মলিণ হলে নয়ণ জলে ভাসি //

১,২৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

    আপনার আমন্ত্রনে শান্তি আসুক সব জায়গায় । অনেক ধণ্যবাদ ।

  2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    বদন মলিণ হলে নয়ণ জলে ভাসি

    মলিন,নয়ন এমন হবে বোধহয় প্রিয় রুহুল ভাই।কবিতা সুন্দর হয়েছে।

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    মায়ের বদন না বলে অন্য বললে ভাল হত ।
    ভাল লাগল ।

  4. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    আপনার একমত। মানববতা পুড়ছে সভ্যতার ভাঁজে

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর…….

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কাব্যের ছন্দতা বেশ ভালো

    শুভ কামনা
    শুভ রাত্রি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top