Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“চলন্তিকা অবসরের সঙ্গী” কিছু প্রশ্নোত্তর

: admin | : ১৪/১১/২০১৩

প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা

আমরা আমাদের নিজস্ব উদ্যোগে একটি দ্বিমাসিক পত্রিকা বের করার ইচ্ছা প্রকাশ করছি। প্রাথমিক ভাবে এটি শুধুমাত্র ব্লগের লেখক / প্রদায়ক বন্ধুদের লেখা নিয়ে শুধুমাত্র তাদেরই উদ্দেশে এই পত্রিকাটি থাকবে। ধীরে ধীরে এটি যদি পাঠকপ্রিয়তা পায় তাহলে বৃহৎ মার্কেটিং এ আমরা যেতে পারি। তবে সেখানে যাবার আগে আমরা পরীক্ষামূলক ভাবে শুধুমাত্র আমাদের নিবন্ধিত বন্ধুদের জন্যই এটি সীমাবদ্ধ রাখব। এখানে লেখার জন্য কাউকে পৃষ্ঠা প্রতি কোন খরচ দিতে হবে না। আমরা চেষ্টা করব খরচ বহন করতে।  আপনারা জানেন যে ভবিষ্যতে চলন্তিকার একটি প্রকাশনা প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে যেখান থেকে প্রতি মাসে একটি শিল্প-সাহিত্য-ভ্রমন-ফিচারধর্মী একটি অরাজনৈতিক পত্রিকা বের করা আর সাথে সাথে নিয়মিত ভাবে সেবা প্রকাশনীর ধরনের বিভিন্ন বই বের করা। আপাতত এটা হতে পারে তার পরীক্ষামূলক প্রকাশনা। আপনারা মহান আল্লাহ এর নিকট দুয়া করুন, আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাটা পূরণ করেন। আমাদের এই ঋতুভিত্তিক দ্বিমাসিক প্রকাশনার নাম থাকবে – “চলন্তিকা অবসরের সঙ্গী”।

আমরা প্রতিটা সংখ্যা দেশের স্বনামধন্য ১০টি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক ও  ৫ জন প্রকাশকের কাছে পাঠিয়ে দিব। আমাদের চেস্টা থাকবে আপনাদের লেখার সাথে নামি সাহিত্য সম্পাদক ও প্রকাশকদের পরিচিত করানোর।

নিচে কিছু প্রশ্নোত্তর দেওয়া হল, আশা রাখি আপনাদের প্রয়োজনে কাজে লাগবে।

 

প্রশ্নঃ বছরে কতটি সংখ্যা বের হবে?

উত্তরঃ ৬ টি।

 

প্রশ্নঃ বছরে কখন কখন বের হবে? আর লেখা জমা দেবার শেষ সময় কখন থাকবে?

উত্তরঃ নিচে বিস্তারিত তথ্য –

একুশে ও বসন্ত সংখ্যাঃ বের হবে ফেব্রুয়ারি মাসের ১ – ১৫ তারিখের মধ্যে। লেখা জমা দেবার শেষ তারিখ ডিসেম্বর মাসের ৩০ তারিখ। 

নববর্ষ ও গ্রীষ্ম সংখ্যাঃ বের হবে এপ্রিল মাসের ১ – ১৫ তারিখের মধ্যে। লেখা জমা দেবার শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ।  

বর্ষা সংখ্যাঃ বের হবে জুন মাসের ১ – ১৫ তারিখের মধ্যে। লেখা জমা দেবার শেষ তারিখ এপ্রিল মাসের ৩০ তারিখ।   

শরৎ সংখ্যাঃ বের হবে আগস্ট মাসের ১ – ১৫ তারিখের মধ্যে। লেখা জমা দেবার শেষ তারিখ  জুন মাসের ৩০ তারিখ।   

নবান্ন ও হেমন্ত সংখ্যাঃ বের হবে অক্টোবর মাসের ১ – ১৫ তারিখের মধ্যে। লেখা জমা দেবার শেষ তারিখ  আগস্ট মাসের ৩০ তারিখ।    

বিজয় দিবস ও শীত সংখ্যাঃ বের হবে ডিসেম্বর মাসের ১ – ১৫ তারিখের মধ্যেলেখা জমা দেবার শেষ তারিখ  অক্টোবর মাসের ৩০ তারিখ।

 

 

প্রশ্নঃ প্রতি সংখ্যাতে কতজনের লেখা থাকবে?

উত্তরঃ এটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে মান সম্পন্ন ৬০/৭০ টি লেখা থাকবে, যার মধ্যে ৩০/৩৫ জন কবির লেখা থাকবে।

 

প্রশ্নঃ প্রতি লেখার ব্যাপ্তি সর্বাধিক কত হতে পারে?

উত্তরঃ কবিতা হলে অনধিক ২০ লাইন আর অন্যান্য লেখার ক্ষেত্রে অনধিক ১২৫০ শব্দ।

 

প্রশ্নঃ প্রতি সংখ্যাতে কি ব্লগের সবার লেখা থাকবে?

উত্তরঃ এটা সম্ভব না। কারন আমাদের একটা পৃষ্ঠা লিমিট আছে, সেটা ২২৪। তবে সব মিলিয়ে কমপক্ষে ৬০ জনের লেখা থাকবেই।

 

প্রশ্নঃ পত্রিকার বাহ্যিক বৈশিষ্ট্য কি রকম হতে পারে?

উত্তরঃ পত্রিকাটির –

সাইজ : ৬.৯” x (৪.৮”+ ৪.৮”)

কভার পেপার : ৩০০ গ্রাম আর্ট পেপার,  চার কালার, ইউভি লেমিনেশন

পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪

ভেতরের কাগজ : ৬০ গ্রাম সাদা কাগজ

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : জুস বাইন্ডিং / অটো বাইন্ডিং

কপিঃ প্রাথমিক ভাবে ৩০০ কপি

 

প্রশ্নঃ পত্রিকার প্রতি সংখ্যার মূল্য কত?

উত্তরঃ এটি কোন কমার্শিয়াল পত্রিকা নয়। আর এটি শুধুমাত্র ব্লগের বন্ধুদের লেখা নিয়ে, শুধুমাত্র তাদের জন্যই। তাই এর মূল্য গতানুগতিক বাজারের পত্রিকার চাইতে বেশি হবে। এর মূল্য থাকবে ২০০ টাকা।

 

প্রশ্নঃ যাদের লেখা প্রকাশ হবে তাদের কি সৌজন্য কপি দেওয়া হবে?

উত্তরঃ না, এখানে কাউকে সৌজন্য কপি দেওয়া হবে না। তবে প্রকাশ হবার পর জানিয়ে দেওয়া হবে, কার কার কোন কোন লেখা প্রকাশ পেয়েছে।

 

প্রশ্নঃ কিভাবে আমি আমার কপি সংগ্রহ করতে পারি?

উত্তরঃ প্রথমে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। তারপর আপনার ঠিকানাতে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। কুরিয়ার খরচ বাবদ ২০ টাকা অতিরিক্ত দিতে হবে। যদি কেউ এক সাথে তিন কপি সংগ্রহ করেন তাহলে তাকে কুরিয়ার খরচ দিতে হবে না।

 

যারা বিদেশে অবস্থান করবেন তাদের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত তাদের প্রতিনিধির কাছে পাঠানো হবে। অথবা তারা যদি খরচ বহন করতে রাজি থাকেন তবে তাদের কাছে DHL/FEDEX এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।  সেক্ষেত্রে প্রতি কপির জন্য ১৫০০ টাকা, হাফ কেজির স্লট, খরচ হবে।

 

 

প্রশ্নঃ কিভাবে আমি পত্রিকার মূল্য পাঠাতে পারি?

উত্তরঃ পত্রিকার মূল্য আপনি বিকাশ, bKash, করে দিতে পারেন। অথবা ব্যাংকে জমা দিতে পারেন। ব্যাংকে জমা দিয়ে জমার স্লিপটি স্ক্যান করে মেইল করে দিতে পারেন। আর বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করে নিতে পারেন।

 

বিকাশ মোবাইলঃ ০১৯৭১৪৪৫৫৬৯

ব্যাংকে জমা দেবার ক্ষেত্রেঃ

Option-1:

Bank Name: Prime Bank Ltd

Account Holders Name: Muhammad Anwarul Hoque Khan

Account Number: 12721060002472

 

Option-2:

Bank Name: Brac Bank Ltd

Account Holders Name: Muhammad Anwarul Hoque Khan

Account Number: 1503101534040001

 

Option-3:

Bank Name: Agrani Bank Ltd.

Account Holders Name: Muhammad Anwarul Hoque Khan

Account Number: 0200001064135

 

আপনাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের মন্তব্যের ঘরে করুন। আমরা উত্তর দিব।

আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

সবার প্রতি শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন

go_top