নীতিমালা
এক. লেখকদের নিক এবং ইমেইল প্রসঙ্গেঃ
এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা অন্য লেখকের নামকে হেয় করে।
সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন নিক দিয়ে ব্লগ খোলা যাবে না।
চলন্তিকা ব্লগে সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করেছেন যে ব্লগ কতৃপক্ষের কাছ থেকে বিভিন্ন ইমেইল, ঘোষনা ইত্যাদি পেতে আপনার আপত্তি নেই। তবে আপনার ইমেইল একাউন্ট আমরা অন্য কোন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব না।
দুই. লেখকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়কঃ
হেয় প্রতিপন্ন করার জন্য কারো ব্যক্তিগত তথ্য চলন্তিকাতে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে কারো ব্যক্তিগত বৈশিষ্ট্যের দুর্বল দিক ব্লগে প্রকাশ করা যাবে না।
কাউকে হত্যা, আঘাত বা আক্রমণের হুমকি দেয়া যাবে না।
নারী লেখকদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা যাবে না।
হ্যাকিং বা প্রতারণার ঘটনা ঘটলে এর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিন. ধর্ম বিষয়কঃ
ক. আমরা ধর্ম বিরোধী নই। তাই যে কোন ধর্ম ও ধর্মীয় নেতা কিনবা ধর্ম বিষয়ক বই পুস্তককে ব্যাঙ্গ বিদ্রুপ কিংবা কটাক্ষ করা কোন লেখা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
খ. ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা ভাষাকে কটাক্ষ বা অবমাননা করে কোনো লেখা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
চার. ব্লগে কি ধরনের লেখা প্রকাশ করা যাবে বা যাবে নাঃ
ক. চলন্তিকা ব্লগে যে কোন অরাজনৈতিক লেখা প্রকাশ করা যাবে। মহান মুক্তি সংগ্রাম, ’৭১, ’৭১ পূর্ববর্তী ইতিহাস ও আমাদের স্বাধীনতা সংগ্রামের সকল প্রায়ত নেতার জীবনী প্রকাশ করলে সেটা রাজনৈতিক লেখার আওতামুক্ত থাকবে। তবে অবশ্যই তাদেরকে নিয়ে ইতিবাচক লেখা এবং অন্য কোন রাজনৈতিক দলকে হেয় না করে লেখা থাকতে হবে। আর এই লেখা গুলো শুধুমাত্র বিশেষ বিশেষ দিবসের জন্যই যেমন – স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী। যদি কখনও প্রমান হয় যে কেউ ইচ্ছাকৃত ভাবে ইতিহাস বিকৃত করে কাউকে হেয় প্রতিপন্ন করে কোন লেখা লিখেছেন তবে তাকে ব্যান করে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কিংবা জিয়াউর রহমান আমাদের সবার গৌরব, কোন রাজনৈতিক দলের সম্পদ হিসাবে চলন্তিকা মনে করে না। ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব ব্লগারের বলে গণ্য হবে। কপিরাইট আইন ভঙ্গ করে কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
খ. ব্লগে আগের কোন পুরাতন পোষ্ট বা মন্তব্য নতুন করে পোষ্ট করা যাবে না।
গ. অন্য কারো লেখা বা কোনোকিছু বিনা অনুমতিতে এখানে প্রকাশ করা যাবে না।
ঘ. প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট একসাথে দেওয়া যাবে না।
ঙ. অশ্লীল কোনো লেখা, ছবি বা ভিডিও এখানে পোস্ট করা যাবে না। স্নায়বিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর, অরুচিকর ছবি প্রকাশ করা যাবে না। এর মান নির্ধারণের দায়িত্ব সম্পাদক মন্ডলীর এবং এ ব্যাপারে সম্পাদক মন্ডলী জবাবদিহি করতে বাধ্য নন।
চ. পূর্বের অনুমতি ছাড়া কোন পন্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। অনুমতির জন্য সম্পাদকের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে হবে।
ছ. বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট ব্লগে/মন্তব্য ব্লগে প্রকাশ করা যাবে না।
জ. সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা প্রকাশ করা যাবে না।
ঝ. রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা-পরিস্থিতির বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না। কোন রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না।
পাঁচ. লেখকদের প্রতি অনুরোধঃ
ক. সবার কাছে থেকে আমরা সুন্দর অ আকর্ষণীয় লেখা ও সুস্থ গঠনমূলক সমালোচনা আশা করছি। তবে অন্য কোন লেখার বক্তব্য নিয়ে নতুন পোস্ট দেওয়া যাবে কিন্তু ব্যক্তিগত আক্রমনাত্মক লেখা প্রকাশ করা যাবে না।
খ. আমরা কোন লেখার প্রত্যুত্তরে নতুন লেখা না লিখে মূল লেখাতে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
ছয়. পৃষ্ঠপোষকতাঃ
ক. চলন্তিকা ব্লগে যে কোনো উদ্যোগে (যে কোন সামাজিক কর্মকান্ড যেমন শীতার্তদের জন্য বস্ত্র বিতারন, মাসিক ই-বুক, মাসিক পত্রিকা এবং বাৎসরিক প্রকাশনায়) উৎসাহ দিবে তবে তা চলন্তিকা ব্লগের কর্তৃপক্ষকে সাথে রেখে তা করতে হবে।
সাত. টেকনিক্যাল সমস্যাঃ
ক. স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট ব্লগ কর্তৃপক্ষ মুছে দেয়ার বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
খ. এক্সটার্নাল কোড ব্যবহার করে ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা করলে আপনার ইউজার আইডি ডিলিট এবং আপনার আইপি পার্মানেন্টলি ব্যান করে দেয়া হবে।
গ. কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়ারের লিংক দেয়া যাবে না। হ্যাকিং এবং ক্র্যাকিং করার কোনো সূত্র বা এ সম্পর্কিত কোনো সফটওয়ারের লিঙ্ক ব্লগে প্রকাশ করা যাবে না। হ্যাকিং বা ক্র্যাকিংয়ে উৎসাহ দিয়ে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
আট. সতর্কতাঃ
ক. ব্লগে প্রকাশিত পোস্ট ও মন্তব্যে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার দায় লেখককে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আইন লঙ্ঘনের পরবর্তী দায়দায়িত্বও তার ওপরই বর্তাবে। কোন কারনে তা চলন্তিকা ব্লগের বিরুদ্ধে মামলা হলে তা সেই লেখকের সকল অর্থ বহন করবে।
খ. কোনো পোস্ট দেশীয় বা আন্তর্জাতিক আইন কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে ব্লগ প্রশাসন লেখককে আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে ব্লগটি অপসারণ করতে পারে।
গ. আদালতের নির্দেশনা মোতাবেক চলন্তিকা ব্লগ যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো লেখকের লেখা অপসারণ করতে পারে।
ঘ. কোনো লেখক কোনো নীতিমালা ভঙ্গ করলে ব্লগ কতৃপক্ষ চাইলে লেখককে হুশিয়ার করে বা না করে যে কোনো পোস্ট/মন্তব্য সরিয়ে ফেলতে পারবে এবং প্রয়োজনে লেখককে সাময়িক/স্থায়ী ব্যান করতে পারবে।
চলন্তিকা ব্লগ এর সাথে থাকার জন্যে ধন্যবাদ। আশা করছি আপনি ব্লগ এর সকল নীতিমালাগুলো পড়বেন ও মেনে চলার ক্ষেত্রে আন্তরিক থাকবেন। চলন্তিকা সকল নীতিমালা ব্লগিং এর জন্যে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে।
চলন্তিকার সাথে আপনার যাত্রা শুভ হোক।