Top today
মনে পড়ে ?
মনে পড়ে ? সাত পেরিয়ে বছর পড়ল আটে
তোমার আমার দেখা হল গুদাবাড়ি ঘাটে ।
আমি কিছুই ভুলি নাই দিব্যি আছে মনে
তোমার গায়ে ছিল হলুদ শাড়ী, দুল ছিল কানে
নাকে ছিল সোনার ফুল হাতে রুপার বালা
সাথে ছিল কিশোর ছেলে আমি একেলা ।
মনে পড়ে ? আকাশে রংধনু ছিল, ধানগাছে
তার রেনু ছিল, বাতাসে হেমন্তি বাহার
সময় ছিল সাঝের বেলা জায়গা পারাপার,
নায়ে ছিলেম আমরা কেবল জন চারেক লোক
তুমি আমি কিশোর ছেলে আর মাঝি অমুক ।