Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পুরানো স্মৃতি

লিখেছেন: কে এইচ মাহবুব | তারিখ: ২৬/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 768বার পড়া হয়েছে।

(উৎসর্গ : আজাদ ভাইকে, যার একটি ছবি দেখে আমার এই কবিতাটি নির্মাণ ।)
**************************************************************

আখের ক্ষেতে ঘর
বরই নড়বর
ফাঁকা তাঁর তল
ভরে আছে বর্ষার জল ।

দাঁ-এ  চাঁছা বাঁশ
ছনের ক্ষেতের কাশ
এ-দুই তাঁরই অংশ
খেলেছি ক’জন মানব বংশ ।

কলা গাছের ভেলা
খেলেছি কতো খেলা
সেথায় তাতে যেতে হতো
কতবার যে…কতো……।

সে মাচায় বসে বসে
পেট ভরেছি আখের রসে
কেউ বড়শি পেতেছি আলে
কেউ বসেছি শিমুলের ডালে ।

কারো বড়শি নিয়েছে চোরে
কানে এসেছে সে কথা ভোরে
কারো নিল ছিপ মাছে টেনে
ভালো লাগলো মন থেকে তা-জেনে ।

********* সমাপ্ত ********
তারিখ :   ২৬-০১-২০১৪ ইং ।

৮১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪। ই-মেইলঃ khmahabub@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৮৯ টি
সর্বমোট মন্তব্য: ৭১২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৩ ০৫:৫৩:৪৫ মিনিটে
Visit কে এইচ মাহবুব Website.
banner

৭ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আখের ক্ষেতে ঘর
  বরই নড়বর
  ফাঁকা তাঁর তল
  ভরে আছে বর্ষার জল ।——-ভাল লাগল।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  আখের ক্ষেতে ঘর
  বরই নড়বর
  ফাঁকা তাঁর তল
  ভরে আছে বর্ষার জল ।

  চমৎকার কবিতা মাহাবুব।ধন্যবাদ অসংখ্য সুন্দর কবিতার জন্য।

 3. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  আরজু মূন আপু আমি যে ছবিটার কারণে এই লেখাটি আজ লিখেছি সেটি আপলোড করতে পারছিনা । কি ভাবে আপলোড করতে হয় বল্বে কি ? মন্তব্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবা । শুভ রাত্রি ।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  অক্ষর বৃত্ত ছন্দে গদ্য কবিতা লিখুন শুধু পর্ব বিন্যাস ঠিক রাখলেই চলবে, কেহ কেহ সেটাও ঠিক রাখা প্রয়োজন মনে করেন না ।
  কিন্তু স্বর বৃত্ত ছন্দে অথবা মাত্রা বৃত্ত ছন্দে অন্ত মিলের কবিতায় মাত্রা অবশ্যই ঠিক রাখা দরকার সেই সাথে অন্তমিলও । শুভ কামনা ।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ছড়ার মত লাগল–ছোটদের কবিতার মত–ভাল।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  স্মৃতির কবিতা ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top