Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

শুধু বেঁচে থাকার জন্য নির্মোহ নগর যাপন

: | : ২৭/০৫/২০১৩

শুধু বেঁচে থাকার জন্য নির্মোহ নগর যাপন

গ্রীষ্মের প্রখর তাপে চৌচির মাটি,
আচমকা সদ্য বৃষ্টি ভেজা, নাকে ছুঁয়ে যায় না কত দিন?
সোঁদা মাটির সেই গন্ধ! কৃষকের তামাটে গা বেয়ে,
ঝরে পরা ঘামের সাথে বৃষ্টির ছিটে ফোটার অম্ল সুখ।

ঝড়বৃষ্টি রাতজুড়ে,
জমে থাকা কাদা মাটির রাস্তায়, জ্যোত্স্না রাতে চিকচিক
মেঠ পথে ডাল ভাঙ্গা, সবুজ গাছের উচ্ছষ্টিংশই,
গভীর রাত যেন এক সূবর্ণ আলোয় হেসে উঠে।

কত দিন কড়া নারে না রাতের জানলায়?
ভেসে আসে না আমুদে কাঁঠাল চাঁপার গন্ধ, রাতভর ভ্যাপসা গরমে
কংক্রিটের দালান পেষণে, সময় কাটগড়ায় কালের বির্মষ অস্থিত্ব,
শুধু বেঁচে থাকার জন্য নির্মোহ নগর যাপন।

১৪২০@ ০৭ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top