Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

শুভ কামনা চলন্তিকার জন্য

: | : ২৭/০৫/২০১৩

বাংলা সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য আরও একটি সাহিত্য ব্লগের জন্ম নিঃসন্দেহে আনন্দের-উচ্ছ্বাসের। আমি এই মিছিলে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আশা করছি নতুন ও প্রবীণ লেখকদের পদভারে মুখরিত হবে চলন্তিকা।

আমাদের প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। আমরা সবাই শেখার মানসিকতা নিয়ে বিচরণ করবো এখানে এবং আগামী দিনগুলোতে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে চলন্তিকাকে এগিয়ে নিতে সহায়তা করবো নিজেদেরই প্রয়োজনে।

সম্পাদক আনোয়ারুল হক আমার পরিচিত ও বিশ্বস্ত একজন বন্ধু। তিনি তার দক্ষতা দিয়ে ব্লগটিকে এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করি।

শুভেচ্ছা আর ভালোবাসা থাকলো লেখকদের প্রতি। সম্পাদকের প্রতি আস্থা আর সহযোগিতার সংকল্প থাকলো আমার।

 

নাসির আহমেদ কাবুল

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top