Top today
হাওয়াই বাঁশি
সেই যে সেদিন ইশকুলেতে
ভর্তি হলাম যবে
সব যে আমার মনের খাতায়
ডায়রি হয়ে রবে।
বিকেল হলে পাড়ার সব ছেলেমেয়ের দল
চারদিকে সব হুটোপুটি
খেলবি কে আয় চল।
দিন পেরিয়ে আজো মনে
কানামাছির খেলা
হাওয়াই বাঁশি , ঢোলের সাথে
দুর্গাপূজার মেলা।
/p