Top today
বৃষ্টি নিয়ে অণুকাব্য
(১)
হাত ভিজিয়ে ছুঁইনা বৃষ্টি
মন
বাড়িয়ে
ছুঁই
আকাশের কান্না দেখে
অবাক
তাকিয়ে
রই।।
(২)
এই মেঘ এই রোদ্দুরে
বৃষ্টি
ভিজিয়েছে
তোমায়
নাকি
তুমি
ভিজালে
বৃষ্টিকে!
অপরূপা বলি কাকে
বৃষ্টি
না
তোমাকে!
(১)
হাত ভিজিয়ে ছুঁইনা বৃষ্টি
মন
বাড়িয়ে
ছুঁই
আকাশের কান্না দেখে
অবাক
তাকিয়ে
রই।।
(২)
এই মেঘ এই রোদ্দুরে
বৃষ্টি
ভিজিয়েছে
তোমায়
নাকি
তুমি
ভিজালে
বৃষ্টিকে!
অপরূপা বলি কাকে
বৃষ্টি
না
তোমাকে!