Top today
ছুটি পেলাম আম-কাঁঠালের, আম তো দেখি পাকে না
ছুটি পেলাম আম-কাঁঠালের, আম তো দেখি পাকে না
কাঁঠাল দেখি শক্ত ভীষণ, ধরলে চেপে বাঁকে না
যাচ্ছে কেটে দিনগুলি হায়, আম-কাঁঠালের ছুটি
রেগে-মেগে ধরছি গিয়ে, আমা-কাঁঠালের টুটি
আম রেখেছি তুষের ভেতর, কাঁঠালে দিলাম শিক
আমা-কাঁঠালের গন্ধে এখন, মম চারিদিক