স্বার্থপরের মতই বলছি চলন্তিকা আমায় কি দিবে?
পৃথিবীর সকলেই কোন না কোন বিষয় কারও কাছে না পেলে অহেতুক কিছুই হয়না। এটা পৃথিবীর প্রাণের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাই আমিও বলছি চলন্তিকা আমায় কি দিবে? আমি সময় দিচ্ছি , শ্রম দিচ্ছি ফলে প্রসিদ্ধ না হলেও ব্লগটিতে হাবিজাবি লেখাতো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সাহিত্য নিয়ে এগিয়ে যাওয়া এই সাইটটিতে নতুন হলেও কিছু বিষয় আমাদের পরিবর্তন করে এগুতে হবে বলে মনেহয়। তাই তুলে ধরছি।
*বাংলা সাহিত্য ব্লগ অথচ বাংলা লেখার ব্যবস্থা নেই এটা হয়?
* সাহিত্যকে নিয়ে যাদের খেলা তাদেরকে টাকা পুরস্কার তাও বিতর্কিত পয়েন্ট সিস্টেমে।
* সঞ্চালক অন্যব্লগে যেভাবে প্রচারণা চালাচ্ছেন তা এই ব্লগের সম্মানকে আঘাত করে যেমনটি প্রথম আলো ব্লগে একজন প্রবীণ ব্লগারের মতামতে ফুঠে উঠেছে।ফলে ভালমানের লেককরা এই ব্লগে আসবেনা।
* সাইটটিতে পোষ্ট আটকে রাখা হচ্ছে অর্থাৎঅপেক্ষামান তবে লেখার দায়ভার বা নীতিমালার বিষয়গুলো লেখকের কাছেই চাপানো হয়েছে। অথচ লেখামুছে গেলেও কর্তৃপক্ষ দায়ী নয়।
আমার পরামর্শঃ ব্লগটি চালুকরতে কয়ে আমি কয়েকটি পরামর্শ দিলাম।
*মাসিক, ত্রিমাসিক পত্রিকা প্রণয়ন করলে অল্পদিনে এই ব্লগে ভালমানের লেখার সাখে লেখকের সংখ্যা বৃদ্ধি পাওয়া সম্ভব।
* প্রকাশনা যেমন ঈদ, বিভিন্ন দিবসে সংকলন প্রকাশে উদ্যগি হওয়া।
* পুরস্কার পদ্ধতি পাল্টিয়ে সেরা লেখা নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদান এবং পুরস্কার হতে পারে উপহার। যেমনঃ ক্রেস্ট।
আমার ভাবনাগুলো তুলে ধরলাম…কিছু পেতে হলে কিছু দিতে হয়।
শুভকামনা রইল..