Top today
প্রিয় বাংলাদেশ
রোজ বিহানে পাখির ডাকে ঘুম ভাঙে কোন দেশে
মন যে দোলে ধানের ক্ষেতে সবুজ পরিবেশে।
কোন সে দেশে সবুজ পাতায় শিশির চিকচিক করে
সাগর নদী যায় ছুটে যায় ঢেউ কলকল করে।
কোন সে দেশে লাঙল কাধে কৃষক মাঠে যায়
বর্ষা এলে দল বেধে যায় মাঝির ডিঙি নায়।
হাজার গুণে ভরা এদেশ রুপের নেইকো শেষ
সে যে আমার হৃদয় জুড়ে প্রিয় বাংলাদেশ।