Top today
চলতে চলতে
চলতে চলতে
মিলন বনিক
নিশ্চিন্তে হেঁটে যাচিছ দু’জনে
ছায়া সুশীতল রাতের আধাঁরে,
সুনিবিড় বনতল,
কোন ভয় নেই, দ্বিধা নেই
নেই কোন সংশয়।
চলতে চলতে কার কন্ঠ ধ্বনি
তোমার নাম ধরে ডাকলো
চেনা চেনা মনে হয়
তার নাম নির্মল।
চলার শেষ হলোনা,
দুটি পথ গেছে বেঁকে
কিছুই বললে না, একা কি করে যাবো
নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
গভীর একাকীত্ব নিয়ে
নিঃশব্দে পদধুলি এঁকে।
গোমদন্ডী/ ২১-১১-৮৮ইং।