Top today
আব্বু
আব্বু আমার আশার আলো
হাজার হাজার স্বপন,
আব্বুর দোয়া সঙ্গে থাকলে
জয় করব ভুবন।
আব্বু আমার সবচেয়ে প্রিয়
এই দুনিয়াতে,
আব্বুকে আমি ভালোবাসি
সকাল, সন্ধ্যা, রাতে।
আব্বু আমার এই পৃথিবীতে
সবচেয়ে আপনজন,
আব্বুকে আমি সুখে, দুঃখে
পাই যে সারাক্ষণ।