জীবনের অনেক রঙ
জীবনে অনেক রঙের ছড়াছড়ি,সারাক্ষণ অভিনয়ে
বেলা হয় পার। কখনও দুষ্ট ছেলে কখনও যুবক
তরুণের পর একদিন পিতা, এরপর মায়ার সংসার
দিনের শেষে হাজারো ক্লান্তি ভরা একরাশ আঁধার।
পাড়ার চায়ের দোকান কিছু বখাটের দখলে
তাকিয়ে দেখি এ সমাজ ডুবে যায় অন্য গোধূলি বেলায়।
নেশার ছোবলে বাঁধা পড়া কিছু তরুন হেঁটে যায়
সভ্য সংস্কৃতি বহু আগেই পালিয়েছে শত লজ্জায়।
ভিনদেশী সভ্যতার চাপে আমি পরাজিত হই
চোখের নোনা জলে ভাসতে দেখি শিষ্টাচার।
তরুনী গুলো হেঁটে চলে উম্মাতাল বুক দুলিয়ে পাড়ায়
সম্ভ্রম লুকানোর বৃথা চেষ্টা করতে নাহি চায় ।
পরিবর্তনের ছোঁয়ায় সয়লাব সব, খালেক এখনো
দিনমজুরি করে সংসার চালায়। আলী কুঁজো পিঠে
আজও মোট বয়ে চলে। নিত্য নতুন গাড়ী হাকিয়ে
তথাকথিত প্রতিনিধিরা সদা হাসিমুখে ঘুরে বেড়ায়।
রাতের আঁধারে একদল হায়না কিছু নারীদেহ ছিড়ে খায়
নাসিমার ক্ষুধার্ত ছেলে চায়ের স্টলে সাজানো বিস্কুট
দেখে জিভের জল চেটে খায় , আর চেঁচায় ।
অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া করার নেই কিছু
জীবনে অনেক রং, অনেক রঙে ঘেরা আমাদের চারপাশ।
( বিকাল ৩টা রিয়াদ, সৌদি আরব ২৬.০৯.২০১১)