Top today
খাতা দেখে স্যারে যদি পাড়ে কোনো আণ্ডা
হরতাল-অবরোধে ইশকুল চলে না
ক্ষতি হয় হোক গে-কেউ কিছু বলে না
পরীক্ষার হলে বসে লিখব কি খাতাতে
”হরতাল ছিল তাই পড়া নেই মাথাতে”
এইসব লিখে যদি দিয়ে আসি খাতাটা
পড়ে যদি স্যারেদের গরম হয় মাথাটা
খাতা দেখে স্যারে যদি পাড়ে কোনো আণ্ডা
ঘরে খাবো কানমলা-ইশকুলে ডাণ্ডা
এইসব ভেবে আমি গাঁয়ে পাখা মেলছি
বিড়ালের ছানা নিয়ে দাদুবাড়ি খেলছি।