Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

নরকে লেখা অভিমত

: | : ১০/০৬/২০১৩

নরমাংশ নরকের অনলে জ্বালিয়ে
চেতাকে উন্মত্ত উন্মাদ করে বিলিয়ে
মুক্তির মাহেন্দ্রক্ষণ মৃত্তিকার ঘরে
চেতায় অচেতায় অবিরত অজস্র আঘাত করে করে
যদি না পুনরায় জাগাতে পারি, তবে কথা দিলাম
সুইসাইড স্কোয়াডে লেখাব নাম
নরক হবে মোর স্থায়ী পরিণাম ।

পুরোনো জঢ়োয়া জজ্ঞাল পাপিষ্ট নরাধমের
এখানে ঠাই নাই ভেবে নিয়ে
ভবিষ্য কাণ্ডারীদের জন্য
পথ ছেড়ে দেব
কথা দিলাম—
নরকে লেখাব নাম ।

দখিনা সমীরণ যদি না স্বেচ্ছায় স্বাগত জানায়
যদি কেড়ে নিতে চায় অন্ন বস্ত্র বাসস্থান ঠাঁয়
যদি অগ্রে হেরি অজস্র পঙ্কিল জীর্নতা নির্দয়
তা হলে স্বেচ্ছায় নির্বাসন দণ্ড নিয়ে
সম্প্রদানে সরে গিয়ে
নরকে লেখাব নাম
কথা দিলাম ।

যদি আর সবুজ পায়রার হৃদপিণ্ড মাংসপিণ্ড দিয়ে
আবৃত সূর্য়কে পূবাকাশে জাগাতে না পারি
যদি একলা ডিঙ্গাতে না পারি প্রতিবন্ধকতার পাহাড়
তা হলে সরিয়ে নেব নিজেকেই নিজে
কথা দিলাম
নরকে লেখাব নাম ।
বদনাম !!
সুনাম বদনাম শুনতে কিংবা দেখতে
না আর কোনদিন আসব না
হব না আর ফেরারীর সওয়ার
কথা দিলাম
নরকে লেখাব নাম ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top