Top today
বাবার জন্য ভালবাসা
লিখব না আর বাবার জন্য
নতুন কোন কবিতা
আঁকব না আর শিল্পী হয়ে
তোমার প্রিয় ছবিটা।
ভাবব না আর তোমায় নিয়ে
একলা বসে আমি
তাঁর সকাশে করব দোয়া
যিনি অন্তর্জামী।
সকাল হলে ডাকবে না আর
লক্ষ্মি বাবা বলে
থাকবে না আর পাশে বসে একটু
অসুখ হলে।
কাঁদব না আর তোমার জন্য
একটু দূরে গেলে
হাসব না আর তোমার হাতের
স্নেহের ছোঁয়া পেলে।
দূর হতে আর দেখব না
তোমার চোখের পানি
উজার করে কেঁদে নেব
দেখবে না কেউ জানি।
আম্মুকে আর বকবে নাতো
আমায় আদর করে
মামনি আর চুমবে না
মোর কপালের পড়ে।
বায়না করে বলব না
নতুন জামার কথা
ভাবতেই এখন বুকের মাঝে
লাগে কেমন ব্যথা!
আমি তোমার হৃদয় জুড়ে
একটা বোকা ছেলে
আচ্ছা করে বকব তোমায়
এবার বাড়ী এলে।