Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

যাচ্ছি এখন দাদু বাড়ি, আমার সঙ্গে চলো না

: | : ১০/০৬/২০১৩

হই হই হই ভাইয়া আপু, কেমন আছো বলো না
যাচ্ছি এখন দাদু বাড়ি, আমার সঙ্গে চলো না

আমার গাঁয়ের আমা-কাঁঠাল, মধুর চেয়েও মিষ্টি
হই হই হই মজা হবে, আসছে অনেক ইষ্টি

তোমরা এলে সাথে নিয়ে ঘুরব সারা গাঁয়ে
ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে, হাঁটবো খালিপায়ে

আমার গাঁয়ের মানুষগুলো, অনেক অনেক ভালো
ইষ্টি পেয়ে মিষ্টি মুখে, জ্বালায় সুখের আলো

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top