Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একদিন দশটা দশ মিনিটে

: | : ১১/০৬/২০১৩

10 passed 10

তোমরা আমাদের বন্দী করে রাখছ
অথচ আমাদের ব্যবহার করে করে
উঠে যাচ্ছ তোমারা অনেক ওপরে
আর তোমাদের লাভ হাতিয়ে আনছ।

আমাদের বন্দী করে রেখেছ দোয়াতের ভিতরে
আর বন্দী করে রেখে দিয়েছ কলমের ভিতরে।

বন্দী করে আমাদের
কলমে কলমে
বঞ্চিত করছ ওদের
অনিয়মের নিয়মে।

অথচ শুনে রাখো,
হঠাৎ একদিন আমরা সবাই দশটা দশ মিনিটে
পৃথিবীর সকল অঞ্চল থেকে বীরের মতো দাপটে
একসাথে লাফিয়ে বেরিয়ে পড়বো দোয়াত থেকে
নষ্ট করে দেবো তোমাদের সকল দলীল দস্তাবেজ
ছিটকে বেড়িয়ে পড়বো সব ধরনের কলম এবং বলপেন থেকে
নষ্ট করে দেবো তোমাদের দেহে পরিহিত পরিচ্ছন্ন শার্টের পকেট।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top