Top today
বর্ষার চিত্র
বর্ষার চিত্র
বর্ষায় বারি ধারায়
খাল-বিল থৈ থৈ
বৃষ্টিতে ভিজে ভিজে
হয় কত হৈ চৈ।
নদীতে ভাসে কত
পাল তোলা নাও
হঠাত্ করে বর্ষণে
ভিজে যায় গাও।
বৃষ্টিতে ভিজে হয়
মাঠে ঘাটে কর্দম
তবু কৃষক কাজ করে
ভিজে ভিজে হরদম।
বর্ষার চিত্র
বর্ষায় বারি ধারায়
খাল-বিল থৈ থৈ
বৃষ্টিতে ভিজে ভিজে
হয় কত হৈ চৈ।
নদীতে ভাসে কত
পাল তোলা নাও
হঠাত্ করে বর্ষণে
ভিজে যায় গাও।
বৃষ্টিতে ভিজে হয়
মাঠে ঘাটে কর্দম
তবু কৃষক কাজ করে
ভিজে ভিজে হরদম।