বাবা, ভালো থেকো ।
যে আমি না ছিলাম আকার
ঘুমিয়ে ছিলাম অন্ধকার,
যে তুমি জাগিয়েছিলে মোরে
দু হাতে সরিয়ে দুরে অন্ধকার ,
শ্বাপদসংকুল বন্ধুর এই পৃথিবীর পরে
সে তুমি আজ আমাকে ছেড়ে কত দুরে-কত দুরে
তোমায় আজো আমি খুঁজে ফিরি ফেরার পথ ধরে,
বাবা তুমি কোথায় আছ ?
কেমন আছ ?
বাবা ভালো আছ তো ?
তোমাকে হারিয়ে বাবা,
আমি নেই ভালো নেই
বাবা হারা জীবনে আমার যেন এক চিলতে আলো নেই,
তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারে কেই ?
যে তুমি হাতে কলম দিয়েছিলে তুলে
যে তুমি হাতে ফলা দিয়ে দানি তমোসায় ঠেলে
যে তুমি ক্লান্তি শ্রান্তিতে চুমো দিতে গালে
যে তুমি ঠিকানা দিতে পথ ভুলে হলে
আরো করে জন্ম দিলে নমৃত শান্তির ছায়াতলে
সে-ই সে তুমি প্রিয় আমার কোথা চলে গেলে ভুলে
কন্টক বিছানো পথে মোরে একা ফেলে
সে তোমাকে স্মরি জনম ধরি লোনা জল ফেল এ
না দেখা ঐ মালিকের ক্ষমা শান্তির আসমানী অমৃত তলে
বাবা, আমি তোমাকে যায়নি কখনো ভুলে
পারব না কখনো থাকতে তোমাকে ভুলে ।
পরে বলে , জিন্দা আমি মৃত তুমি
আমি ত দেখি তুমি পূবের চেয়ে উ
জেগে আছো মোর আদ্যপ্রান্তের আবাসভূমে।
ভুলি নি বাবা, ভুলি নি আমি
তোমার হাতের পরশ ছোঁয়ার অনুভূতি
তোমার ঠোঁটের আশীষ আবেগ স্মুতি
হাত ধরে জীবনের পথে পথ চিনে নিতে
বন্ধুর পথে একাকী নামিয়ে দেবার ভীতি,
ভুলি নি বাবা ভুলি নি মোর জীবনে তোমার অবদান
যতদিন জেগে রব ততদিন তুমি মোর আসমান
তুমি না জাগালে পরে আমি কোথায় থাকতাম ?
কৃতজ্ঞতাপাশে এক অদৃশ্যসত্ত্বারে জানায় অগণন সেলাম
তোমাকে আমার চাইতেউ ভালোবাসি বাবা, যেমনকি
রাখতে তুমি তোমার বুকের গুলিস্তান, বাবা তোমাকে
দিব আমি জান্নতুল ফেরদাউসে বাসস্থান ।
পুরোনো অস্থিত্ব হাড় হাড্ডি কংকাল খুঁড়ে খুঁড়ে
আজো সঙ্গোপনে নিজেকে সঙ্গী করে
রংহারা আমি তোমাকে খুঁজে ফিরি বাবা
রং ছড়ানো এই ব্যস্ততার হাটবাজারে।
পুরোনো আদেশ নিষেধকে জ্বালিয়ে-জ্বালিয়ে
হীরের টুকরো করে বাঁধিয়ে রাখি হৃদয় ঘরে
তোমাকে ভালোবাসি বাবা আমার করে ।
রাতের বালিশে জলের পরশে দিয়ে যায় আজো জ্যোতি
কে কবে পেরেছে ভুলতে তোমার শাসন-সোহাগের-স্মৃতি ?
বাবা,তুমিই আমার এ জীবনের অন্ধকারের দ্বীপ্তি ভাতি
তুমি থাকবে জেগে আমার বিদায়ী সন্ধা গীতি ।
আদেশে যার এসেছিলে এপার,আজ
তারই আদেশে গিয়েছ ওপার,
জলে যে ডুবি নি-ভাসি না এখনো জলে
তা সত্যি নয়, শূন্যতা সইতে যে শিখিয়েছিলে তুমি
সবচে বাসতে হবে ভালো নবীর প্রেমে চুমি
তারচেয়ে বাসতে হবে এক নিধিতে নমি নমি,
তাইতো তোমার প্রস্থান অনুপস্থিতির অন্ধকারে
তোমার জন্য ক্ষমা আর দুয়া যায় চেয়ে চেয়ে
নমাজ রোজা সালাম জানায় বারে বারে
অবিনশ্বর-অধিশ্বর এক পরমেশ্বরের তরে,
চিন্তা করো না পরম প্রিয় পিতা আমার–
তোমাকে রাখব ভালো
যেমনটি রেখেছিলে তারচে ভালো,
তোমার গোরে অন্ধকারে
সন্তান তোমার জ্বেলে দেবে আলো
রোজ হাশরের পুলসেরাত
উতরে দেব চোখের পলকে,
এপার পারে কখনো যাবো না ভুলে
পারব না যেতে ভুলে
বাবা, তোমাকে আমি রাখব ভালো
তুমি থাকবে ভালো
তুমি থেকো ভালো
তুমি আমার অন্ধকারের জান্নাতী আলো
বাবা,তোমাকে আমার চাইতে বাসি ভালো
বাবা,তুমি থেকো ভালো ।
বাবা,তুমি থেকো ভালো ।