Top today
চিনা হলনা ইটের রঙ
১।
বৈচিত্র ভরা রঙ-কত রঙ দেখছো
ভিতরটা কি বাহিরেরটা? কখন
যদি হয় মুগ্ধ- বাহিরটা দেখে-
চিনলে কি তবে-কাঁচা রঙ পাঁকা
হয়- চিনবে যখন ভিতরে-ভিতরটা
হয় না মলিন-বাহিরটা হবে ধূসর।
২।
সবুজ মাঠপ্রান্তরে-ধূসর রঙের পলিযুক্ত
মাটিকে যখন দু’বাহুতে কর মিশ্রণ-
সুন্দরো চৌবাক্সে তৈরি কর কাঁচা ইট-
চুন কয়লা আর কত কিছু দিয়ে পুড়ে
পুড়ে করে পাঁকা- ভাবলে না ভবিষ্য-
হল শুধু ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার।
৩।
এখন দেখি কত মাটির মিশ্রণ-বালি মাটি
দোয়াশ মাটি-রাখছে সবে পাহাড় সমান-
মিস্ত্রীরা চিনে যে ইটেরি কারুকার্য- তুমি
চিনলে তবে কি?এ ইট দিয়ে গড়ছো-
মাথার ছাউনি-ছায়ার নিচে ভাবছ বসে
গায়ের রঙ গেলো জ্বলে-তবু হলনা চিনা
আমার ঘরে ইটের রঙ-হ্যাঁয় ইটের রঙ।
লেখার তারিখঃ ০৪/০৪/১৩