Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাকে ভাবছো কি

: | : ১৫/০৬/২০১৩

পূবালী হাওয়ারা সবাই-আমাকে ভাবছ কি?

বৈশাখ মাসের বৈকালী কালবৈশাখী ঝড়-

চৈত্রের দুপুরে খাঁখাঁ রোদ্দু পুড়া-শসান সমুদ্রর

নাকি-হঠাত বয়ে যাওয়া এক টর্নেডোর-

না-না-না-ভাবতে পারো-ফাল্গুন চাওয়া

সুখো দ্বার ভাসে যাওয়া বাদলা ঝরা-

মন চরায় এক পুষ্পাঞ্জলির কোন ঝড়।  

 

গভীর নিশায় থাকা-রঙ্গভবন আনন্দ ক্ষণে

ভাবনা একে বারে নাই কোন রসালো চিত্র-  

না-না-না-ভেবে নিয় জ্যৈষ্ঠ মাসের রসালো

ফল-আম জাম লিচু আর কাঁঠাল। আর

তাল শাসের ভীতর রসালোর মত-আরো বুঝি

ভাবছো আকাশ সমান-যমুনার উত্তল ভাঙ্গা

ঢেউ-নাকি অমাবস্যার ক্ষত ঘুটঘুটে অন্ধকার

আমি তো তোমার মত ভাবছি শত বার

 

এ বুঝি আসলো নেমে-মেঘের দল-মেঘ ভাঙ্গা

আষাঢ়-সকাল সন্ধ্যা সারা রাত আষাঢ় এলো-

ভাবনার চিত্র গগনে বৃষ্টি আর বৃষ্টি-তবুও

যেন দুর্গম জয়-পরাজয় এখন ভাবনার সৃষ্টি-

আমাকে ভাবছ বুঝি আষাঢ় নাকি

 

লেখার তারিখঃ ০৯//১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top