Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বাবা তোমায় বলছি

: | : ১৬/০৬/২০১৩

বাবা দিবসে সবাই বাবাকে নিয়ে লিখছে । আমার খুব ইচ্ছে হচ্ছে নিজের বাবাকে নিয়ে কিছু বলার । আমার বাবা খুব ঠাণ্ডা প্রকৃতির মানুষ , বাবার হাতে এই বয়স পর্যন্ত আমি মাত্র একবার মার খেয়েছি । স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম গাছের উপর । বিশাল আম গাছের উপর সব সিনিয়র বখাটে বন্ধুদের সাথে ছিলাম । আমার মেশার ক্ষেত্রে কোন বাচবিচার ছিল না । মনে হত সবার কাছে শিখার মতো উপাদান রয়েছে । আমি নিজে সব ধরনের মানুষের সাথে মিশেছি , শিখেছি , তবে কার খারপ গুন আমার মধ্যে প্রশ্মিত হয়নি । বাবা সেইদিন আমাকে মেরে বিপদেই পড়েছিলেন । আম্মু ফুফু সবাই মিলে বাবাকে বোকা শুরু করে দিল ।

বাবা কে আজকের দিনে শুধু বলতে চাই , বাবা দেখ একদিন ঠিক ই তোমার ছেলে এলোমেলো জীবন পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে ————- তোমাদের ভালোবাসা , আমার ভালোবাসা কোনটাই নষ্ট হতে দিবো না ………।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top