Top today
ষড়ঋতু
গ্রীষ্মে গরম পড়ে
হাতে পাখা চাই।
বর্ষায় বৃষ্টি পড়ে
হাতে ছাতা চাই।
শরতে আকাশ নীল
প্রকৃতি শোভা পায়।
হেমন্তে ধান আসে
কৃষকের মন ভরে।
শীতে শীত পড়ে
গরম জামা চাই।
বসন্তে ফুল ফুটে
সুবাস নিতে চাই।
গ্রীষ্মে গরম পড়ে
হাতে পাখা চাই।
বর্ষায় বৃষ্টি পড়ে
হাতে ছাতা চাই।
শরতে আকাশ নীল
প্রকৃতি শোভা পায়।
হেমন্তে ধান আসে
কৃষকের মন ভরে।
শীতে শীত পড়ে
গরম জামা চাই।
বসন্তে ফুল ফুটে
সুবাস নিতে চাই।