Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

উদ্যানে নাস্তির ফুল

: | : ১৭/০৬/২০১৩

উদ্যানে নাস্তির ফুল, গৃহে মত্ত ঝড়।

আধুনিক মানুষের খন্ডিত মননে অবিরাম পিছুটানঃ
জন্ম নেয় বিকলাঙ্গ অথবা বিকৃত তন্ত্র।

সাবলীল পদক্ষেপে অভ্রান্ত পথিক শোধ করে প্রজন্মের ঋণ-
দ্বিধাগ্রস্থ আধুনিক মানুষেরা পথে তার ফেলে রাখে কলহের কাঁটা।

গৃহে তার মত্ত ঝড়-
তবু উদ্যানে নাস্তির ফুল ফুটে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top