Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

‘কি’ ও ‘কী’ ব্যবহারে ব্যবধান

: | : ১৭/০৬/২০১৩

‘কি’ ও ‘কী’
ব্যবহারে ব্যবধান——-
—————
—————
————— ——-
আমি অনেক সময় ভুল
করতাম হয়ত অনেকেই
করে ! যে কখন ‘কি’
অথবা ‘কী’ লিখতে হবে।
কথা না বাড়িয়ে আলোচন
করতে চাই। বন্ধুরা !
আমরা জানি, দু’টি শব্দই
মূলত প্রশ্নের জন্য
ব্যবহার হয়। তবে যে সব
প্রশ্নের উত্তর শুধু ‘হ্যাঁ’
বা ‘না’ দ্বারা দিলেই
যথেষ্ট, আর কিছু
বলতে হয় না। সেসব
ক্ষেত্রে সর্বদা ‘কি ?’
হ্রস্ব ইকার
দিয়ে ব্যবহার হয়
এবং এ অবস্থায় বাক্য
থেকে কি ফেলে দিয়ে শুধু
প্রশ্নবোধক চিহ্ন
রেখে দিলেও অর্থ
বুঝতে কোনো অসুবিধা হয়
না। যেমন .
তুমি কি পড়েছ ?
সে কি গিয়েছে ?
তারা কি খেয়েছে ? (উ.
হ্যাঁ/না )
কি ফেলে দিয়ে। যেমন.
তুমি খেয়েছ ? ইত্যাদি।
আর যে সব প্রশ্নের
উত্তর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’
দ্বারা দেয়া যথেষ্ট নয়
বরং অন্য শব্দও
বলতে হয়, সেখানে ‘কী’
হবে।
ছেলেটা কী খেয়েছে ?
উত্তর হবে ভাত,
রুটি ইত্যাদি। যাদের
আগে থেকেই
জানা তাদের জন্য হয়ত
বিরক্ত লাগছে।
আগামীতে নতুন
বিষয়ে আলোচনা হবে…

‘ভাষা শিক্ষার আসর’ বই থেকে নেয়া হয়েছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top