Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দুষ্টু ছেলে

: | : ১৭/০৬/২০১৩

জুন মাসের ষোলো তারিখ, সব বাবাদের জন্য
আলগা করে দিন রেখেছি, ভাবছি না আর অন্য

এই যে দেখো ফুলের তোড়া, এই যে দামি কেক
এই দেখো না শার্ট-পাজামা, সেন্ট-লোশনের প্যাক

এই যে দেখো গেঞ্জি-রুমাল, নতুন নাগরা জুতো
এই দেখো না গামছা-লুঙ্গি, হান্ড্রেড পার্সেন্ট সুতো

এখান-সেখান ঘুরছো কেনো, সোজা হয়ে দাঁড়াও
পরিয়ে দেবো আংটি-ঘড়ি, হাতটা তুমি বাড়াও

দাও বাড়িয়ে মুখটা তোমার, এই যে দিলাম চুমু
`তুই না আমার দুষ্টু ছেলে, যা বিছানায় ঘুমো’

(গতকাল বাবা দিবসে বাবাকে কিছু গিফ্ট করেছিলাম। সাথে ছিল হাতে লেখা এই ছড়াটি। বাবা অনেক খুশি হলেন ছড়াটি পড়ে। যত্ন করে রেখে দিলেন। আর আমাকে বললেন, `পাকনাবুড়ি। খুব আনন্দ করেছি আমরা।)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top